Sushant Singh Rajput

‘মনে হচ্ছিল, ও আমার পাশেই আছে’, কেদারনাথে গিয়ে সুশান্তের উপস্থিতি অনুভব করলেন দিদি শ্বেতা!

সমাজমাধ্যমে কেদারনাথ ভ্রমণের বেশ কিছু ছবি শেয়ার করেন শ্বেতা। সেগুলির মধ্যে সুশান্তেরও ছবিও রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৪ ১৩:৪৩
Sushant Singh Rajput’s sister Shweta Singh Kirti says she felt the presence of the actor

(বাঁ দিকে) শ্বেতা সিংহ, (ডান দিকে) সুশান্ত সিংহ রাজপুত। ছবি-সংগৃহীত।

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রয়াণের চার বছর পূর্ণ হতে আর মাত্র কয়েক দিন বাকি। এই দিনটা যত কাছে আসে, বিষণ্ণ হতে থাকেন অভিনেতার পরিবারের লোকজন। সুশান্ত সময় পেলেই কেদারনাথ যেতেন। সেখান থেকে ছবিও ভাগ করে নিতেন নেটাগরিকদের সঙ্গে। তাই ভাইকে স্মরণ করতে সম্প্রতি কেদারনাথ গিয়েছিলেন সুশান্তের দিদি শ্বেতা সিংহ কীর্তি।

Advertisement

সমাজমাধ্যমে কেদারনাথ ভ্রমণের বেশ কিছু ছবি শেয়ার করেন শ্বেতা। সেগুলির মধ্যে সুশান্তেরও ছবি রয়েছে। ওই এলাকার এক সন্ন্যাসীর সঙ্গে সুশান্তের তোলা সেই ছবি শেয়ার করে ভাইয়ের স্মৃতিচারণ করেছেন শ্বেতা। তিনি লিখেছেন, ‘‘আজ ১ জুন। চার বছর আগে এই মাসেরই ১৪ তারিখ আমরা আমাদের প্রিয় সুশান্তকে হারিয়েছিলাম। সেই দিন ঠিক কী হয়েছিল, তার উত্তর আমরা এখনও খুঁজে বেড়াচ্ছি।’’

শ্বেতা আরও লিখেছেন, ‘‘আমি প্রার্থনা করব বলে কেদারনাথ গিয়েছিলাম। ভেবেছিলাম, ভাইয়ের স্মৃতি আরও ভাল করে অনুভব করতে পারব। খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কেদারনাথে পৌঁছনোর সঙ্গে সঙ্গে চোখে জল এসে যায়। কিছুটা হাঁটার পরে বসে পড়ি, কান্না উপচে আসে। ওর উপস্থিতি আমার চার পাশে অনুভব করছিলাম। মনে হচ্ছিল, ওকে জড়িয়ে ধরি। ও যেখানে বসে ধ্যান করত, সেখানে বসেই ধ্যান করছিলাম। তখন মনে হচ্ছিল, ও সত্যিই আমার সঙ্গে আছে, আমার মধ্যে আছে। এমন আগে কখনও অনুভব করিনি।’’

সারা আলি খানের বিপরীতে সুশান্ত অভিনয় করেছিলেন ‘কেদারনাথ’ ছবিতে। সেই ছবির শুটিং থেকে কেদারনাথের বহু ছবি শেয়ার করতেন প্রয়াত অভিনেতা। সেখানকার এক সন্ন্যাসীর সঙ্গে প্রয়াত অভিনেতার ছবিটি নিয়েও সুশান্তের দিদি লিখেছেন। তাঁর কথায়, ‘‘গতকাল ফাটা গ্রামে কোনও ইন্টারনেট সংযোগ ছিল না। আমি গাড়িতে বসে আছি। ইনস্টাগ্রাম খুলতেই ভাইয়ের সঙ্গে এই সন্ন্যাসীর ছবি দেখতে পেলাম। ঠিক করলাম, এই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতেই হবে। ঈশ্বরের কৃপায় তাঁর দেখা পেলাম।’’

Advertisement
আরও পড়ুন