Siddique

আগাম জামিন মঞ্জুর সিদ্দিকীর

কেরল পুলিশের বক্তব্য, অভিযোগ গুরুতর। তাই সিদ্দিকীর জামিন পাওয়া উচিত নয়। কিন্তু আদালত প্রশ্ন তুলেছে, ঘটনাটি আট বছরের পুরনো।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ০৭:০৪
মলয়ালম অভিনেতা সিদ্দিকী।

মলয়ালম অভিনেতা সিদ্দিকী। ছবি: সংগৃহীত।

কেরলের চিত্রজগতে যৌন হেনস্থা ও লিঙ্গবৈষম্য নিয়ে বিচারপতি হেমা কমিটির রিপোর্ট সামনে আসার পরেই মলয়ালম অভিনেতা সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক অভিনেত্রী। সেই মামলায় হাই কোর্টে আগাম জামিন না পেলেও সুপ্রিম কোর্ট সিদ্দিকীকে আগাম জামিন মঞ্জুর করেছে। বিচারপতি বেলা ত্রিবেদী ও বিচারপতি সতীশ শর্মার বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়ে সিদ্দিকীকে তাঁর পাসপোর্ট নিম্ন আদালতে জমা দিতে বলেছে।

Advertisement

কেরল পুলিশের বক্তব্য, অভিযোগ গুরুতর। তাই সিদ্দিকীর জামিন পাওয়া উচিত নয়। কিন্তু আদালত প্রশ্ন তুলেছে, ঘটনাটি আট বছরের পুরনো। অভিনেত্রী তার দু’বছর পরে ফেসবুকে লিখে এত দিন চুপ করে ছিলেন কেন, পুলিশের কাছে যাননি কেন ও হেমা কমিটির সামনেই বা অভিযোগ তুললেন না কেন। ‘‘ফেসবুকে লেখার সাহস পেলেন আর পুলিশে গেলেন না?’’ অভিযোগকারিণীর উদ্দেশে এই প্রশ্ন আজ করেন বিচারপতি ত্রিবেদী। তবে তদন্তে হস্তক্ষেপ করছে না কোর্ট। বরং সিদ্দিকীকে তদন্তে সহযোগিতা করার নির্দেশই দেওয়া হয়েছে। তাঁর আগাম জামিনের অন্য শর্ত ঠিক করবে নিম্ন আদালত।

আরও পড়ুন
Advertisement