Sunny Leone

নীল ছবিতে কাস্টিং কী ভাবে হয়? ভুল ভাঙালেন সানি লিওনি

সানি লিওনি পর্ন তারকা থেকে বলিউড তারকা হয়েছেন। দুই ক্ষেত্রেই সফল তিনি। তবে নীল ছবির জগৎ নিয়ে কিছু চলতি ভুল ধারণা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৯:৩৮
নীল ছবির জগত নিয়ে যা জানালেন সানি লিওনি।

নীল ছবির জগত নিয়ে যা জানালেন সানি লিওনি। ছবি: সংগৃহীত।

‘জিসম ২’ ছবির হাত ধরে বলিউডের আত্মপ্রকাশ নীল ছবির নায়িকা সানি লিওনির। এখন সিনেমা, ওয়েব সিরিজ, টেলিভিশন শো নিয়ে ব্যস্ত অভিনেত্রী। তবে এক সময় নীল ছবির দুনিয়ায় যখন খ্যাতির শীর্ষে ছিলেন, সেই সময় সব ছেড়েছুড়ে ভারতে চলে আসেন তিনি। তবে বলিউডে এসে কটাক্ষ, বিদ্রুপ কম শুনতে হয়নি সানিকে। নীল ছবির জগৎ নিয়ে সে ভাবে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেত্রী। বার বার প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন তিনি। তবে বছর দুয়েক আগে একটি স্ট্যান্ড আপ কমেডি শো-তে সানির অন্য এক দিক প্রকাশ্যে আসে। সেখানেই নীল ছবির জগৎ সম্পর্কে ভুল ধারণা ভাঙান। হাস্যরসের মোড়কে বলিউডকে একহাত নেন সানি।

অনেকেই মনে করেন, পর্ন ছবিতে অভিনয় করতে গেলে ফর্সা রং, উচ্চতা থাকার প্রয়োজন। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। শুধু তাই নয় বলিউডকে ঠেস দিয়ে বলেন, ‘‘পর্ন ছবিতে কাজ করতে গেলে রোগা, মোটা কোনও কিছুরই প্রয়োজন নেই। দরকার বিশেষ ধরনের দক্ষতার।’’

Advertisement

বহু বছর হয়েছেন নীল ছবির জগৎকে বিদায় জানিয়েছন তিনি। সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার নিজেও এক জন প্রাক্তন পর্ন তারকা। তবে বেশির ভাগ সময় তাঁকে সানির সঙ্গেই কাজ করতে দেখা গিয়েছে। এ ছাড়া ড্যানিয়েল এক জন গিটারবাদক। তিনি সানির ম্যানেজারও। ২০১১ সালে সানি এবং ড্যানিয়েলের বিয়ে হয়। তাঁদের তিনটি সন্তান। ২০১৭ সালে এই দম্পতি এক শিশুকন্যাকে দত্তক নেন। এ ছাড়াও ২০১৮ সালে সারোগেসি পদ্ধতিতে এই দম্পতির যমজ ছেলে হয়। আপাতত স্বামী-সন্তান নিয়ে মুম্বইতে সুখী গৃহকোণ সানির।

আরও পড়ুন
Advertisement