সুদীপ্তা চক্রবর্তী এবং মধুমিতা সরকার।
পশ্চিমবঙ্গে ৭৩তম প্রজাতন্ত্র দিবস সম্ভবত স্মরণীয় হয়ে থাকবে। ২৫ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের ‘পদ্ম’ সম্মান প্রত্যাখ্যান করে বাংলার স্বাতন্ত্র্য বুঝিয়ে দিলেন কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই পথে হেঁটেই প্রজাতন্ত্র দিবসকে ভিন্ন ভাবে ভাবার বার্তা দিলেন বাংলার আরও দুই অতিপরিচিত মুখ। তাঁরা সুদীপ্তা চক্রবর্তী, মধুমিতা সরকার। বিখ্যাত নাট্যকার বাদল সরকারের জনপ্রিয় নাটক ‘ভুল রাস্তা’র নির্বাচিত অংশ ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। নাট্যকারের পংক্তি ধার করে প্রশ্নও তুলেছেন, ‘হামাদের কহানি কুথা লিখা আছে ইতিহাস কিতাবে বোলেন, বোল ভাই?’ তার পরেই কটাক্ষ ‘পরজা তন্ত্রের শুভেচ্ছা জানাই সকলকে’।
আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’র ‘মালতি’র সঙ্গে। ইতিহাস জুড়ে কেবলই রাজা-রাজড়ার কাহিনি। প্রজাদের সুখ-দুঃখ কোথাও নেই! ব্যথা দেয়? সোজা-সাপটা জবাব এল সঙ্গে সঙ্গে, ‘‘খারাপ লাগারই তো কথা! দিল্লিতে রাজাদের নতুন বাড়ি-ঘর হচ্ছে। মেরামত হচ্ছে পুরনো, ভাঙা অংশের। তার পাশেই ফুটপাথে কিছু মানুষ জবুথবু। তাঁদের মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। এ সব দেখলে আমার অন্তত খুব খারাপ লাগে।’’ সেই ভাবনা থেকে তিনি বেছে নিয়েছেন বাদল সরকারের এই জনপ্রিয় নাট্যাংশটি। অভিনেত্রীর দাবি, বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্ব বহু বার এই পথনাটিকার একক অভিনয় করেছেন। আগামী দিনেও করবেন। কালোত্তীর্ণ এই নাটক তখনও বলবে, ইতিহাস সমৃদ্ধ রাজ-কাহিনিতে— ‘হামার তো পড়ালিখা জানা নাই, আপনারা কিতাব খুলিয়ে দেখেন— সব রাজারানীর গল্প, রাজারানীর কহানী। রাম- যুধিষ্ঠির, অশোক-হর্ষবর্ধন, আকবর-জাহাঙ্গীর, নেপোলিয়ন-ভিক্টোরিয়া, থ্যাচার-ইন্দিরা, বুশ-সদ্দাম— আপনি-হামি তো পরজা আছি পরজা!’
অন্য দিকে মধুমিতা তুলে ধরেছেন এই বিশেষ দিনের আরও এক বিশেষ তাৎপর্য। তাঁর কথায়, এই দিন দেশ 'স্বতন্ত্র' হয়েছিল। সেই জায়গা থেকেই তাঁর প্রশ্ন, সেই ‘স্বতন্ত্রতা’র মানে বোঝেন ক’জন? ২৬ জানুয়ারি হইচই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর নতুন সিরিজ ‘উত্তরণ’। সিরিজে দেখানো হয়েছে, একুশ শতকেও একটি ভিডিয়ো ঝলক কী ভাবে বদলে দিতে পারে এক নারীর জীবন। সেই ব্যথা, সেই ক্ষোভই কী নতুন করে উগরে দিলেন মধুমিতা? তাঁর ঠোঁটে তাই যেন একের পর এক ঝাঁঝালো প্রশ্ন, ‘‘স্বতন্ত্রতা দিবসে আমরা কত খানি স্বতন্ত্র ভাবে নিজেদের সিদ্ধান্ত নিতে পারি? সিদ্ধান্তের ক্ষেত্রেও কি লিঙ্গবৈষম্য হয় না? এই দিন দেশের উত্তরণের দিন। আমাদের প্রকৃত উত্তরণ হয়েছে তো?’’