Mushtaq khan

সুনীলের আগে অপহৃত হয়েছিলেন ‘স্ত্রী ২’ অভিনেতা মুস্তাক! জানা গেল সত্য

দিল্লির মিরাট এলাকা থেকে অপহরণ করা হয় অভিনেতাকে। প্রায় ১২ ঘণ্টা আটকে রাখা হয়। চলে নির্যাতন। শেষ পর্যন্ত কত টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন তিনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৩
অপহরণ করা হয় মুস্তাক খানকেও।

অপহরণ করা হয় মুস্তাক খানকেও। ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগে দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে অপহৃত হন কৌতুকাভিনেতা সুনীল পাল, এমনই অভিযোগ করেছিলেন শিল্পী। এ বার অভিনেতা মুস্তাক খানকেও অপহরণ করা হয়েছে বলে দাবি। জানা গিয়েছে, দিল্লির মিরাট এলাকা থেকে অপহরণ করা হয় অভিনেতাকে। ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, প্রায় ১২ ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালানো হয়। শেষ পর্যন্ত মোটা টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান অভিনেতা।

Advertisement

মুস্তাকের অপহরণের খবর জানান তাঁর ব্যবসায়িক বন্ধু ও অংশীদার শিবম যাদব। তিনি জানান, গত ২০ নভেম্বর মুস্তাক খানকে বিমানের টিকিট-সহ একটি অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সঙ্গে বেশ কিছু অগ্রিম অর্থও পাঠানো হয়। অভিনেতা যখন দিল্লি বিমানবন্দরে পৌঁছন, তখন একটি গাড়িতে তাঁকে বসতে বলা হয়। এই গাড়ি তাঁকে দিল্লির উপকণ্ঠে বিজনৌর নিয়ে যায়। শিবমের দাবি, অপহরণকারীরা প্রায় ১২ ঘণ্টা ধরে মুস্তাকের উপর নির্যাতন চালায়। এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। শেষ পর্যন্ত কোটি টাকা না পেলেও অভিনেতা ও তাঁর ছেলের অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকারও বেশি হাতিয়ে নিয়েছে তারা।

জানা গিয়েছে সারারাত অত্যাচারিত হওয়ার পর ভোরের আজানের আওয়াজ আসে মুস্তাকের কানে। বুঝতে পারেন, কোনও মসজিদের কাছে রাখা হয়েছে তাঁকে। কোনও রকমে সেখান থেকে পালন মুস্তাক। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পৌঁছন বিজনৌর থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশই তাঁকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেয়।

মুস্তাক অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম’ ছবিতে কাজ করেছে। এ ছাড়াও অজয় দেবগনের সঙ্গে ‘প্যায়ার তো হোনা হি থা’ ছবিতে অভিনয় দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ‘স্ত্রী ২’ ছবিতেও অভিনয় করেছেন মুস্তাক।

হিসাব বলছে, মুস্তাকের অপহরণের ঘটনা পর সুনীল পালের সঙ্গেও একই ঘটনা ঘটে। প্রায় একই এলাকায়, দিল্লি-মিরাট হাইওয়ে সংলগ্ন এলাকায় পর পর দুটি অপহরণের ঘটনা অনেক প্রশ্নের উদ্রেক করছে।

Advertisement
আরও পড়ুন