Sreelekha Mitra

Sreelekha Mitra: শ্রীলেখা মিত্রের বাবা সন্তোষ মিত্র প্রয়াত

সোমবার সকালে ফেসবুকে মাত্র দুটি শব্দবন্ধ লিখতে পেরেছেন শ্রীলেখা, ‘আমার বাবা।’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ১০:২৮

সপ্তাহের প্রথম দিনেই দুঃসংবাদ। পুজোর ঠিক আগেই বাবা সন্তোষ মিত্রকে হারালেন শ্রীলেখা মিত্র। বেশ কিছু বছর আগে মাকে হারিয়েছেন তিনি। সোমবার সকালে ফেসবুকে মাত্র দুটি শব্দবন্ধ লিখতে পেরেছেন শ্রীলেখা, ‘আমার বাবা’। আনন্দবাজার অনলাইনকে মোবাইল বার্তায় অভিনেত্রী জানিয়েছেন, তাঁর বাবা আর নেই। অসংখ্য সমব্যথী ইতিমধ্যেই শোক, সমবেদনা জানিয়েছেন তাঁকে।


এক আগে একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, বাবা তাঁর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। কোনও দিন, কোনও পদক্ষেপে বাধা দেননি তিনি। বরং নিজের পেশায় অভিনেত্রী যাতে আরও উন্নতি করতে পারেন তার উৎসাহ জুগিয়েছেন। সন্তোষ মিত্রও ছিলেন স্পেসিয়ান অভিনেতা।

Advertisement
Advertisement
আরও পড়ুন