sandy saha

Abhimanyu Chatterjee- Sandy Saha: সমকামীদের সমর্থন করি, নাম না করে স্যান্ডিকে ‘গুন্ডা’ বলে পাল্টা আক্রমণ শ্রাবন্তী-পুত্রের

গত শুক্রবার আনন্দবাজার অনলাইনকে স্যান্ডি তাঁর এবং অভিমন্যুর বিবাদের ঘটনা জানানোর পরেই নেটমাধ্যমে সরব হলেন তারকা-সন্তান।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২১ ১৫:২৮
স্যান্ডি এবং শ্রাবন্তী-অভিমন্যু

স্যান্ডি এবং শ্রাবন্তী-অভিমন্যু

ইউটিউবার স্যান্ডি সাহাকে ‘কুরুচিকর গুন্ডা’ বলে পাল্টা তোপ দাগলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়। গত শুক্রবার আনন্দবাজার অনলাইনকে স্যান্ডি তাঁর এবং অভিমন্যুর বিবাদের ঘটনা জানানোর পরেই নেটমাধ্যমে সরব হলেন তারকা-সন্তান।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিমন্যু লিখেছেন, ‘যদি কোনও কুরুচিকর গুন্ডার কথায় আপনাদের মনে হয় যে আমি হোমোফোবিক, তা হলে আবার বলতে চাই, আমি হোমোফোবিক নই, আমি সমকামী এবং প্রান্তিক যৌনতার মানুষদের সমর্থন করি। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে ব্যক্তি এমন কথা বলছেন, তাঁর কথায় দয়া করে গুরুত্ব দেবেন না।’
ছেলের সেই পোস্টটি ফেসবুকে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত।’

Advertisement
অভিমন্যুর ইনস্টাগ্রাম স্টোরি

অভিমন্যুর ইনস্টাগ্রাম স্টোরি

স্যান্ডির কথা অনুযায়ী, বৃহস্পতিবার রাতে স্যান্ডি এবং স্যান্ডির এক বন্ধু ভিডিয়ো কলে কথা বলছিলেন। বন্ধুর বাড়িতে সেই সময়ে উপস্থিত ছিলেন অভিমন্যুও। স্যান্ডি তাঁর বন্ধুর কাছে জানতে চাইলেন, ‘‘তোর পিছনে কে আছে? তার সঙ্গেও কথা বলি।’’ অভিমন্যুর দিকে ক্যামেরা তাক করতেই তিনি নাকি স্যান্ডির যৌন পরিচয় নিয়ে অশ্রাব্য গালিগালাজ করে জানান, এমন এক মানুষের সঙ্গে তিনি কথা বলতে রাজি নন।

শ্রাবন্তীর ফেসবুক পোস্ট

শ্রাবন্তীর ফেসবুক পোস্ট

আনন্দবাজার অনলাইনকে স্যান্ডি বললেন, ‘‘শ্রাবন্তীদিকে আমি অনেক দিন ধরে চিনি। তিনি সমকামিতাকে চিরকাল সম্মান দিয়েছেন, সমর্থন করেছেন। কিন্তু তাঁর ছেলের মুখ থেকে এমন শব্দ শুনব, ভাবতেও পারিনি!’’

Advertisement
আরও পড়ুন