তীর্থে যাওয়ার পরিকল্পনা করেও চরম পদক্ষেপ নিতিন চৌহানের। ছবি: সংগৃহীত।
মাত্র ৩৫ বছর বয়সেই থমকে গেল জীবন। শুক্রবার প্রয়াত হলেন ‘স্প্লিটস্ভিলা’ খ্যাত অভিনেতা নিতিন চৌহান। ‘এমটিভি স্প্লিটস্ভিলা ৫’ ছাড়াও ‘দাদাগিরি ২’, ‘ক্রাইম পেট্রোল ২’, ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। প্রাথমিক তদন্তের নিরিখে মুম্বই পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হয়েছেন নিতিন।
নিতিন উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা। কর্মসূত্রে মুম্বই এসেছিলেন তিনি। শেষ তাঁকে দেখা গিয়েছিল ২০২২ সালের ধারাবাহিক ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’-তে। সংবাদমাধ্যমের কাছে নিতিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর সহ-অভিনেতা সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ। ছেলের মৃত্যুর খবর পেয়ে আলিগড় থেকে ছুটে এসেছেন তাঁর বাবা। নিতিনের শেষকৃত্য দিল্লিতেই হবে বলে জানা যাচ্ছে।
নিতিনের ঘনিষ্ঠ বন্ধু কুলদীপ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার সকালে তাঁকে ফোন করেন নিতিনের পরিবার এবং মৃত্যুর খবর দেন। আগামী মাসে রাজস্থানের খটু শ্যামের মন্দিরে যাওয়ার কথা ছিল নিতিন ও কুলদীপের। বন্ধুদের সুবিধা-অসুবিধার কথা সব সময় মাথায় রাখতেন অভিনেতা। জানিয়েছেন কুলদীপ।
দূরে কোথাও বেড়াতে গেলে নিতিনই গাড়ি চালাতেন। বন্ধুদের যাতে যাতায়াতে অসুবিধা না হয়, সে দিকেও খেয়াল রাখতেন বলে জানান কুলদীপ। তাই নিতিনের কঠিন সময়ে পাশে না থাকতে পারায় অনুতপ্ত তাঁর বন্ধু।
নিতিন রাজস্থান বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। প্রায়ই মুম্বই থেকে দিল্লি যাতায়াত করতেন। কুলদীপের কথায়, “আমাদের জীবনে নিতিন একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমাদের যাতে অসুবিধা না হয় বেড়াতে গিয়ে, সে দিকে খেয়াল রাখত ও। এমন চরম পদক্ষেপ করার আগে যদি এক বার আমাকে ফোন করত, আমি ওকে এটা করতে দিতাম না। আমরা পরস্পরের সঙ্গে সব কথা ভাগ করে নিতাম। ওর কোনও আর্থিক অসুবিধাও ছিল না।”
মুম্বই পুলিশ ঘটনার তদন্ত করছে। ঠিক কী কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন নিতিন, সেই সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই বলে জানান কুলদীপ। তিনি বলেন, “আমাদের প্রায়ই মুম্বইয়ে আমন্ত্রণ জানাত ও। একসঙ্গে বহু স্মৃতি রয়েছে আমাদের। এখন আমাদের সেই স্মৃতি আঁকড়েই থাকতে হবে।”