Keerthy Suresh wedding

জীবনের নতুন পথচলা, গোয়ায় সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি, রইল বিয়ের ছবি

বলিউডে প্রথম ছবি মুক্তির আগেই নতুন জীবনে পথ চলা শুরু করলেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ। পাত্র অ্যান্টনি কেরলের ব্যবসায়ী। বিয়ের ছবি ভাইরাল হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৪
South indian actress Keerthy Suresh and Antony Thattil got married in Goa shares wedding photos

বিয়ের মণ্ডপে অ্যান্টনি এবং কীর্তি। ছবি: সংগৃহীত।

বছর শেষে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বিয়ের মরসুম। সম্প্রতি চার হাত এক হয়েছে অভিনেতা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার। এ বার বিয়ে করলেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ। বৃহস্পতিবার দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি ঠাট্টিলের সঙ্গে জীবনের নতুন সফর শুরু করলেন কীর্তি। বিয়ের আসর বসেছিল গোয়ায়।

Advertisement

বিয়ের অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন কীর্তি। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণী রীতি মেনেই বিয়ে করেছেন তিনি। অ্যান্টনির সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন কীর্তি। অল্পবয়সেই একে অপরকে মন দিয়ে ফেলেন। কিন্তু প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে সম্প্রতি সমাজমাধ্যমে ঘোষণা করেন কীর্তি। তবে অ্যান্টনি চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি কেরলের একজন হোটেল ব্যবসায়ী।

South indian actress Keerthy Suresh and Antony Thattil got married in Goa shares wedding photos

বিয়েন মণ্ডপে (বাঁ দিকে) কীর্তি সুরেশ এবং অ্যান্টনি ঠাট্টিল। ছবি: সংগৃহীত।

ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে আবেগপ্রবণ হয়ে পড়েছেন কীর্তি এবং তাঁকে জড়িয়ে ধরেছেন অ্যান্টনি। ‘মহানতী’, ‘দশারা’র মতো জনপ্রিয় দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন কীর্তি। চলতি মাসেই মুক্তি পাবে ‘বেবি জন’। ছবিতে বরুণ ধওয়ানের বিপরীতে অভিনয় করেছেন কীর্তি। উল্লেখ্য, এটিই তাঁর প্রথম বলিউড ছবি।

কীর্তির বিয়ের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যেরা ছাড়াও উপস্থিত ছিলেন বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকা। যেমন থলপতি বিজয় দক্ষিণী সাজপোশাকে কীর্তির বিয়েতে উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মৌনী রায়, রশ্মি খন্না প্রমুখ।

Advertisement
আরও পড়ুন