Akshay Kumar

বড় দুর্ঘটনার কবলে অক্ষয় কুমার! শুটিং-এর মধ্যেই আহত খিলাড়ির চোখ ক্ষতিগ্রস্ত

মুম্বইয়ে ‘হাউসফুল ৫’-এর শুটিং নিয়ে ব্যস্ত খিলাড়ি কুমার। সেই ছবিরই একটি দৃশ্যের শুটিং-এর সময় চোট পেলেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৮
Actor Akshay Kumar got injured while shooting for Houseful 5

গুরুতর চোট পেলেন অক্ষয়। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনার কবলে অক্ষয় কুমার। মুম্বইয়ে ‘হাউসফুল ৫’-এর শুটিং নিয়ে ব্যস্ত খিলাড়ি কুমার। সেই ছবিরই একটি দৃশ্যের শুটিং-এর সময় চোট পেলেন অভিনেতা। জানা গিয়েছে, দুর্ঘটনায় অক্ষয়ের চোখ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

ছবির সেটে থাকা এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, “অক্ষয় একটি কঠিন দৃশ্যে অভিনয় করছেন। সেই সময়েই একটা কিছু উড়ে এসে তাঁর চোখে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে শুটিং সেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্য অভিনেতাদের নিয়ে ছবির শুটিং শুরু হচ্ছে।”

তিনি আরও বলেন, “অক্ষয় দ্রুত শুটিং শুরু করতে চাইছেন। ফের শুটিং সেটে ফিরে আসতে উদ্‌গ্রীব হয়ে আছেন। একে বারে অন্তিম পর্যায়ের শুটিং বাকি রয়েছে। তাই অক্ষয় আর ছবির কাজ ফেলে রাখতে চাইছেন না।”

‘হাউসফুল ৫’ ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তলপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্ডেজ়, নার্গিক ফকরি। এ ছাড়াও দেখা যাবে ফরদিন খান, দিনো মোরিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিংহ ও সৌন্দর্যা শর্মাকে।

ইউরোপের বেশ কিছু জায়গায় ছবির শুটিং হয়েছে। টানা ৪০ দিন ধরে একটি ক্রুজ়েও শুটিং হয়েছে এই ছবির। নিউক্যাসল, স্পেন, নরম্যান্ডি, প্লাইমাউথ-সহ বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হয়েছে। ছবির পরিচালক তরুণ মনসুখানি। ২০২৫-এর ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।

Advertisement
আরও পড়ুন