Sonu Sood

Sonu Sood: ভাগ্যিস দক্ষিণে কাজ পেয়েছিলাম, খারাপ হিন্দি ছবির হাত থেকে বেঁচে গিয়েছি: সোনু

বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রির বিতর্কে সরব সোনু সুদ। দাবি, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ বলিউডের খারাপ ছবির হাত থেকে বাঁচিয়েছে তাঁকে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ মে ২০২২ ২০:২৭
ইন্ডাস্ট্রি-বিতর্কে মুখ খুললেন সোনু।

ইন্ডাস্ট্রি-বিতর্কে মুখ খুললেন সোনু।

বলিউড ভাল, নাকি দক্ষিণী ইন্ডাস্ট্রি? আপাতত এই বিতর্কেই সরগরম ছবির দুনিয়া। দু’ভাগ তারকাকুল। কেউ বলছেন টিনসেলনগরী অনেক এগিয়ে। কারও দাবি, টেক্কা দেয় দক্ষিণই। ইন্ডাস্ট্রি বনাম ইন্ডাস্ট্রির যুদ্ধে এ বার নাম লেখালেন সোনু সুদও।

মুম্বই সংবাদমাধ্যমের কাছে সোনুর স্পষ্ট দাবি, এক সময়ে স্রেফ পরিচিতির তাগিদে বড় বাজেটের বলিউড ছবিতে মুখ দেখাতেন অভিনেতারা। বহু ক্ষেত্রে সে ছবি তাঁদের জনপ্রিয়তা দেওয়া দূরে থাক, দর্শক মনে দাগই কাটত না চরিত্র। সেখানেই এখন মুশকিল আসান হয়ে উঠেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি।

Advertisement

সোনুর কথায়, ‘‘সে হিন্দি ছবিই হোক বা তামিল, তেলুগু ছবি, চিত্রনাট্য বাছাইয়ে আমি বরাবরই খুঁতখুঁতে। সেখানে দক্ষিণী ছবিতে কাজের সুযোগ আমায় অনেক খারাপ হিন্দি ছবির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে।’’

আপাতত মুক্তির অপেক্ষায় থাকা ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে দেখা যাবে সোনুকে। ছবিতে পৃথ্বীরাজ চহ্বাণের ভূমিকায় অক্ষয় কুমার। চাঁদ বরদাইয়ের চরিত্রে রয়েছেন সোনু।

৩ জুন প্রেক্ষাগৃহে আসবে ‘সম্রাট পৃথ্বীরাজ’। ছবিতে অক্ষয়, সোনু ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত এবং মানুষী চিল্লার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন