sonam kapoor

Sonam: সেরা বাবা হবে তুমি! জন্মদিনে স্বামীকে ভালবাসায় ভরিয়ে দিলেন অন্তঃসত্ত্বা সোনম

এ বছরের জন্মদিন বিশেষ তাৎপর্য নিয়ে এল আনন্দ অহুজার জীবনে। বাবা হওয়াও যে নতুন জন্মের মতোই, সে কথা মনে করিয়ে দিলেন স্ত্রী সোনম কপূর।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৪:১১
পিতৃত্বের আনন্দের অপেক্ষায় আনন্দ

পিতৃত্বের আনন্দের অপেক্ষায় আনন্দ

বাবা হওয়ার উত্তেজনায় বুক দুরুদুরু। অনাস্বাদিত আনন্দের পথে পা বাড়াচ্ছেন আনন্দ অহুজা। তারই ফাঁকে এসে পড়ল ৩৬তম জন্মদিন। লন্ডনে সোনম কপূরের সঙ্গে আদরে-আহ্লাদে উদ্‌যাপনে মাতলেন তাঁর শিল্পপতি স্বামী।

সন্তানধারণের তৃতীয় পর্যায়ে এসে সোনমও এখন বাড়তি যত্ন নিচ্ছেন নিজের। আনন্দের জন্মদিনে ধুমধামের বদলে তাই অন্তরঙ্গ যাপনেই ভরসা রাখলেন এ বছর। স্বামীকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘তুমি নিঃস্বার্থ, নিবেদিতপ্রাণ এবং দয়ালু। আমি জীবনে নিশ্চয়ই কোনও পুণ্য করেছি, যার গুণেই তোমায় স্বামী হিসেবে পেয়েছি। তোমার সঙ্গে কারও তুলনা হয় না। শুভ জন্মদিন, আমার স্নিকারপ্রেমী, বাস্কেটবল প্রতিদ্বন্দ্বী! শুভ জন্মদিন আমার প্রাণের বন্ধু। অন্তরের শুদ্ধতায় এমনই উজ্জ্বল হয়ে আলো দাও।’

Advertisement

স্বামীকে ভালবাসায় ভরিয়ে দিয়ে সোনম আরও লেখেন, ‘সেরা বাবা হবে তুমি। কারণ, তুমি চিরদিনই ভাল ছাত্র। অনেক অনেক অনেক ভালবাসা প্রিয়!’ শিল্পপতি আনন্দকে জন্মদিনের শুভেচ্ছা জানান সোনমের বলিউড সতীর্থরাও। ফারাহ খান লেখেন, ‘শুভেচ্ছা নিয়ো আনন্দ, জীবন বদলাতে চলল এই বছরেই।’

চলতি বছর মার্চ মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। লন্ডনের বাড়িতে সোনমের সাধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই। এখন কেবল প্রথম সন্তানের পৃথিবীতে আসার অপেক্ষা!

Advertisement
আরও পড়ুন