Madhumita Sarcar

Madhumita-Soham: টলিপাড়ায় নতুন জুটি মধুমিতা-সোহম, পর্দায় ফিরছেন মৌসুমীও?

‘কিশমিশ’-এর পর নতুন ছবির প্রস্তুতি শুরু করলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। মুখ্য চরিত্রে মধুমিতা-সোহম। শোনা যাচ্ছে মৌসুমী চট্টোপাধ্যায়ের নামও।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ১৫:৪৯
 সোহম-মধুমিতা নতুন জুটি ?

সোহম-মধুমিতা নতুন জুটি ?

টলিপাড়ায় নতুন জুটি। মধুমিতা সরকার এবং সোহম মজুমদার। সূত্রের খবর এমনটাই। রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবির প্রযোজনায় এসভিএফ।

সদ্য মুক্তি পেয়েছে পরিচালকের প্রথম ছবি ‘কিশমিশ।’ যে ছবিতে মিষ্টি প্রেমের গল্প দেখেছেন দর্শক। তবে এই নতুন ছবিতে সম্পূর্ণ অন্য ধারার গল্প বলতে চলেছেন রাহুল। শোনা যাচ্ছে , এক প্রবীণ জুটির একত্রবাসের গল্পই বলবে এই ছবি। ছবির নাম ‘দিলখুশ’। টলিপাড়ার খবর, সোহম-মধুমিতা ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যেতে পারে মৌসুমী চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, অপরাজিত আঢ্য, খরাজ মুখোপাধ্যায়কে।

Advertisement

টলিপাড়ার জল্পনা যদি সত্যি হয়, এ ছবির হাত ধরেই প্রায় ৯ বছর পর আবার বাংলা ছবিতে ফিরবেন মৌসুমী চট্টোপাধ্যায়। ২০১৩-এ অপর্ণা সেন পরিচালিত ‘গয়নার বাক্স’-এ শেষ বার দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আনন্দবাজার অনলাইনের তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখনও কিছুই চূড়ান্ত হয়নি। সবটাই প্রাথমিক পর্যায়ে। তাই এ নিয়ে বলার সময় এখনও আসেনি। যদি সব ঠিকঠাক এগোয়, আশা করি দিন দশেকের মধ্যে কিছু জানাতে পারব।”

তবে সূত্রের খবর, চলতি মাসের শেষেই নাকি শ্যুটিং শুরু করবেন রাহুল। ‘কিশমিশ’-এর পরে পরিচালক যখন নতুন ছবির প্রস্তুতি চালাচ্ছেন, তাঁর নায়িকা মধুমিতাও তখন ব্যস্ত হায়দরাবাদে, দক্ষিণী ছবির কাজে। নায়ক সোহমকে দর্শকরা শেষ বার বড় পর্দায় দেখেছেন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’-তে। যে ছবিতে ঋতাভরী-সোহম জুটিও বেশ নজর কেড়েছিল। নতুন ছবিতে মধুমিতা-সোহম কতটা জাদু ছড়ান, আপাতত সেটাই দেখার অপেক্ষা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন