Yo Yo Honey Singh

মাদকাসক্তি বদলে দেয় জীবন, শিল্পীর বদভ্যাসের নেপথ্যে ছিলেন কারা? মুখ খুললেন হানি সিংহ

হানি সিংহের জীবন তছনছ করে দেয় মাদকাসক্তি। কেরিয়ারে ফিরলেও শিল্পীর অতীত এখনও চর্চায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৪
Singer Yo Yo Honey Singh opens up about his drug addiction and how it affected his family

হানি সিংহ। —ফাইল চিত্র।

জনপ্রিয় র‌্যাপার ইয়ো ইয়ো হানি সিংহের অতীত নিয়ে এখনও বিস্তর চর্চা হয়। একসময় মাদকাসক্তির কারণে সঙ্গীত জগৎ থেকে দীর্ঘ দিন দূরে ছিলেন শিল্পী। চিকিৎসার পর আবার কেরিয়ারের মূলস্রোতে ফিরে আসেন হানি।

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অতীত এবং মাদকাসক্তি প্রসঙ্গে মুখ খুলেছেন হানি। তাঁর কাছে প্রশ্ন ছিল, কে বা কারা তাঁকে মাদকের দিকে ঠেলে দেন। উত্তরে অভিনেতা জানান, বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব তাঁকে আসক্তির দিকে ঠেলে দেন। ‘ব্লু আইজ়’ খ্যাত গায়ক বলেন, ‘‘আমাকে তাঁরা বলতেন, ‘আরে তুই মদ্যপান করতে পারিস। কিন্তু, এটা করে দেখা!’’’ হানিও সেই মতো মাদক সেবন করতে শুরু করেন। শিল্পীর কথায়, ‘‘প্রথমে কয়েক বার সেবনের পর কিছুই বুঝতে পারিনি। কিন্তু তার পর আসক্ত হয়ে পড়ি।’’

হানি জানান, সময়ের সঙ্গে তিনি মাদকের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েন যে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই তাঁর মাদকের প্রয়োজন হত। এমনকি রাতে ঘুমোতে যাওয়ার আগেও তিনি মাদক সেবন করতেন। হানি আরও জানান, মাদকের জন্যই এক সময় প্রাক্তন স্ত্রী শালিনী তলওয়ারের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়ে যায়। হানি বলেন, ‘‘২০১১ সালে বিয়ের পর প্রথম ৯ মাস আমরা ভালই ছিলাম। তার পর সাফল্য এল, আর পরিবারকেও আমি ভুলে গেলাম! এখন নিজের ভুল বুঝতে পারি।’’

গত মাসেই মুক্তি পেয়েছে হানি সিংহের নতুন অ্যালবাম ‘গ্লোরি’। তাঁকে নিয়ে ওটিটির জন্য একটি তথ্যচিত্রের কাজও শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন