Kiara Advani

Sidharth-Kiara: তাঁরা কি প্রেম করেন, অবশেষে উত্তর দেবেন সিদ্ধার্থ-কিয়ারা?

গত মঙ্গলবার রাতে সিদ্ধার্থের বাড়ি থেকে বেরোতে দেখা যায় কিয়ারাকে। সম্ভবত তার পরেই হরেক জল্পনা শুরু।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৭:৩১
‘শেরশাহ’-র নায়িকা-নায়ক

‘শেরশাহ’-র নায়িকা-নায়ক

বছর গড়িয়ে গেল তাঁদের মলদ্বীপ ভ্রমণের। কিন্তু সেই প্রশ্নের উত্তর মিলল না। ‘‘তাঁরা কি প্রেম করেন?’’ গুঞ্জনের শেষ নেই। কিন্তু সেই যে মুখে কুলুপ এঁটেছিলেন দু'জনে, তা আজও খোলেনি। সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। তবে এ বার জানা গিয়েছে, ‘শেরশাহ’ ছবির নায়ক-নায়িকা সম্ভবত নতুন বছরের শুরুতেই নিজেদের সম্পর্ক নিয়ে অকপট হবেন।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্পর্ক পোক্ত করার জন্যই এত দিন তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তারকা যুগল। কিন্তু এখন নাকি একে অপরের পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ শুরু করে দিয়েছেন তাঁরা। না, বিয়ের সানাই বাজতে এখনও দেরি। তবু প্রথম ধাপ তো বলাই যায়?

Advertisement

গত মঙ্গলবার রাতে সিদ্ধার্থের বান্দ্রার বাড়ি থেকে বেরোতে দেখা যায় কিয়ারাকে। সম্ভবত তার পরেই হরেক জল্পনা শুরু। বেইজ রঙের একটি পোশাকের উপর গোলাপি শাল জড়িয়ে নিজের গাড়িতে উঠতে দেখা গিয়েছিল ‘শেরশাহ’-র ‘ডিম্পল’-কে।

Advertisement
আরও পড়ুন