viral video of hen

জগন্নাথের মূর্তির সামনে মাথা নুইয়ে আশীর্বাদ নিল কালো মোরগ! রইল সেই ভাইরাল ভিডিয়ো

একটি চমকে ওঠার মতো ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যেখানে একটি মোরগকে জগন্নাথদেবের মূর্তির সামনে মাথা নিচু করে থাকতে দেখা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৮:০১
A hen bow down to lord jagannath idol in a temple

ছবি: সংগৃহীত।

ভগবানের মূর্তির সামনে ভক্তেরা মাথা নত করবে, এটাই স্বাভাবিক। সেই ভক্ত যদি মানুষ না হয়ে অন্য কোনও প্রাণী হয়? সত্যিই চমকে ওঠার মতো ঘটনা। তেমনই একটি চমকে ওঠার মতো ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যেখানে একটি মোরগকে জগন্নাথদেবের মূর্তির সামনে মাথা নিচু করে থাকতে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভগবানের প্রতি এ-হেন ভক্তি দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। আশপাশে কোনও মানুষ নেই, সামনে শুধু দেবতার মূর্তি। সেই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ভিডিয়োটি ওড়িশার কোনও একটি অজানা মন্দিরে তোলা হয়েছে। সেখানেই স্থাপিত ভগবান জগন্নাথের একটি সুন্দর মূর্তির সামনে আশীর্বাদ নিতে দেখা গিয়েছে মোরগটিকে।

Advertisement

‘শুভমজ্যোতি মাহাতো.পুরীধাম’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োয় দেখা গিয়েছে একটি সুন্দর ছোট জগন্নাথদেবের মূর্তিকে মালা ও প্রসাদ দিয়ে সাজিয় রাখা রয়েছে। কালো রঙের মোরগটি কিছু ক্ষণ শান্ত ভাবে প্রণাম করে সেখান থেকে সরে যায়। জগন্নাথ মূর্তির সামনে প্রণাম করার দৃশ্যটি সমাজমাধ্যম ব্যবহারকারীদের অনেকের হৃদয় কেড়ে নিয়েছে ৷ ভিডিয়োটি সাত দিন আগে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাতে বিপুল প্রতিক্রিয়া জমা পড়েছে। ৪ লক্ষেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োটিতে। বেশির ভাগ মন্তব্যেই জয় জগন্নাথ লেখা হয়েছে। এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘সমগ্র মহাবিশ্বকে তাঁর সামনে মাথা নত করতে হয়, কারণ তিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা।’’

Advertisement
আরও পড়ুন