Raj Kundra

Shilpa Shetty-Raj Kundra: রাজের জামিনের পর ‘জীবনের সমস্যা’ নিয়ে বার্তা শিল্পার ৯ বছরের ছেলের

সোমবার শিল্পাও তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি বার্তা দিয়েছেন। লিখেছেন, ‘খারাপ কোনও ঝড়ের পর ভাল কিছুও ঘটে। রামধনুই তার প্রমাণ।’

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৬
রাজ-শিল্পার পরিবার

রাজ-শিল্পার পরিবার

বাবা জামিন পাওয়ার পর জীবন সম্পর্কে বার্তা দিল ৯ বছরের ভিয়ান রাজ কুন্দ্রা। গত ১০ সেপ্টেম্বরও গণেশ পুজোর ছবি দিয়েছিল ভিয়ান। তার পর একেবারে রাজের মুক্তির পর নতুন ছবির দেখা মিলল তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। সঙ্গে নতুন লেখাও দিল সে।

ছবিতে দেখা যাচ্ছে, বড় ছেলে ভিয়ান এবং মেয়ে শমিশাকে নিয়ে শিল্পা বসে রয়েছেন সেজেগুজে। পিছনে গণেশের মূর্তি। বোঝা যাচ্ছে, গণেশ পুজোর সময়ে সেই ছবি তোলা হয়েছিল। ভিয়ান সেই ছবির সঙ্গে লিখলেন, ‘গণেশ ঠাকুরের শুঁড়ের মতো লম্বা জীবন। তাঁর বাহন ইঁদুরের মতো ছোট জীবনের সমস্যাগুলি। মুহূর্তগুলি মোদকের মতোই মিষ্টি। গণপতি বাপ্পা মোরিয়া!’

Advertisement

দু’মাস হাজতবাসের পর সোমবার জামিন পেয়েছেন রাজ। মঙ্গলবার সকালে রাজ এবং তাঁর সহযোগী রায়ান থর্প কারাগারের বাইরে পা রেখেছেন। ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে তাঁকে ছাড়া হয়েছে। সোমবার শিল্পাও তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি বার্তা দিয়েছেন। লিখেছেন, ‘খারাপ কোনও ঝড়ের পর ভাল কিছুও ঘটে। রামধনুই তার প্রমাণ।’

গত ১৯ জুলাই পর্ন ছবি বানানোর অভিযোগে রাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পর্ন বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। শুধু তাই নয়, ১৯ জুলাইয়ের পর থেকে একে একে অনেক তথ্যই সামনে এসেছে পুলিশ মারফত। তা ছাড়া অনেক উঠতি মডেল-অভিনেত্রীকে জোর করে পর্নে কাজ করানোর অভিযোগও ওঠে রাজ ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে। রাজ তাঁর একটি সংস্থার নাম দিয়েছেন ছেলের নামে। সেই ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর কয়েকজন ডিরেক্টরের মধ্যে শিল্পাও একজন। যদিও এই ঘটনার পর তিনি সেই পদ থেকে ইস্তফা দিয়ে দেন।

Advertisement
আরও পড়ুন