Shilpa Shetty Raj Kundra Controversy

ইডির ডাকে গরহাজির! ফের আর্থিক তছরুপের মামলায় তলব শিল্পার স্বামী রাজকে

তদন্তে জানা গিয়েছে, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের নানা জায়গায় পর্নোগ্রাফি ছড়িয়ে আর্থিক লেনদেন হয়েছে। আগামী বুধবার তাঁকে ফের তলব করেছে ইডি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৫:১৫
Image of Shilpa Shetty and Raj Kundra

ইডির তলবে অনুপস্থিত রাজ কুন্দ্রা। ছবি: সংগৃহীত।

আবারও শিরোনামে রাজ কুন্দ্রা। ইডির শুনানিতে হাজিরা দিলেন না বলি অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। পর্নোগ্রাফি-কাণ্ডে আর্থিক তছরুপের মামলায় সোমবার, ২ ডিসেম্বর তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু তা এড়িয়ে গিয়েছেন রাজ। আগামী বুধবার তাঁকে ফের তলব করেছে ইডি।

Advertisement

তদন্তের স্বার্থে রাজ কুন্দ্রার সঙ্গে সংযোগ রয়েছে এমন কয়েকটি স্থান চিহ্নিত করেছে ইডি। সেখানে তল্লাশি চালানো হয়েছে। তদন্তে জানা গিয়েছে, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের নানা জায়গায় পর্নোগ্রাফি ছড়িয়ে আর্থিক লেনদেন হয়েছে।

২০২১ সালের জুন মাসে পর্ন ছবি তৈরির অভিযোগে রাজকে গ্রেফতার করা হয়েছিল। দু’মাস সংশোধনাগারে কাটিয়েছেন শিল্পার স্বামী। ওই বছরের সেপ্টেম্বরে তিনি জামিন পান। পর্নোগ্রাফি মামলায় রাজকেই মূল চক্রান্তকারী হিসাবে চিহ্নিত করেছিল মুম্বই পুলিশ।

রাজের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসার পর তাঁর সংস্থা পরিচালিত একটি অ্যাপ গুগ্‌ল প্লে বা অ্যাপল স্টোরের মতো জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। এখন আর ওই অ্যাপ পাওয়া যায় না। পর্নোগ্রাফি-কাণ্ডে জামিন পেয়ে গেলেও আর্থিক তছরুপের অভিযোগগুলি নিয়ে দীর্ঘ দিন ধরেই তিনি ইডির আতশকাচের নীচে ছিলেন বলে খবর।

পর্নোগ্রাফির পাশাপাশি বিটকয়েন দুর্নীতিতেও নাম জড়িয়েছে রাজের। চলতি বছরের শুরুর দিকে ইডি রাজ এবং শিল্পার ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। অভিযোগ, বিটকয়েন দুর্নীতির মাধ্যমে ওই সম্পত্তির মালিকানা পেয়েছেন তাঁরা। এ বার পর্নোগ্রাফি মামলায় ফের সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় সংস্থা।

Advertisement
আরও পড়ুন