(বাঁ দিকে) চন্দ্রবাবু নাইডু। অল্লু অর্জুন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
এক দিন পরেই মুক্তি পাচ্ছে অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’। ছবিকে কেন্দ্র করে দেশ জুড়ে উত্তেজনার আবহ। ছবির অগ্রিম বুকিংও চোখে পড়ার মতো। চারিদিকে টিকিটের জন্য দর্শকের হাহাকার ইতিমধ্যেই চর্চায়। এরই মাঝে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ধন্যবাদ জানালেন অল্লু।
সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকার সে রাজ্যে বড় বাজেটের ছবির টিকিটের মূল্যবৃদ্ধিকে সমর্থন করে। ফলে তার সুবিধা পাবে ‘পুষ্পা ২’ ছবিও। এই ছবির টিকিটের দাম নিয়ে চর্চা তুঙ্গে। দেশের কোনও কোনও রাজ্যে প্রথম দিনে টিকিটের দাম ১ হাজার টাকা অতিক্রম করেছে। অনেক জায়গাতেই আবার টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এমতাবস্থায় চন্দ্রবাবুকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দক্ষিণী তারকা লেখেন, ‘‘অন্ধ্রপ্রদেশ সরকারকে ছবির টিকিটের মূল্যবৃদ্ধিকে সমর্থন করার জন্য ধন্যবাদ। তেলুগু ছবির উন্নতিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।’’
মঙ্গলবার সকালে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা ২’-এর এখনও পর্যন্ত ১২ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়েছে। তেলুগু ছবির ক্ষেত্রেও যা নজির গড়েছে। সম্প্রতি, তেলঙ্গানা সরকার ‘পুষ্পা ২’-এর টিকিটের মূল্যবৃদ্ধি করায় সমালোচিত হয়। আদালতে জনস্বার্থ মামলা দায়ের করাও হয়। মঙ্গলবার সেই মামলার শুনানি।