Shah Rukh Khan

Shilpa Shetty: শাহরুখ সাজলেন শিল্পা শেট্টি, হেলিকপ্টার থেকে ‘কেথ্রিজি’ লাফ নায়িকার

পর্দার এই দৃশ্য দর্শকের ভীষণ চেনা। 'কভি খুশি কভি গম'-এর সেই জনপ্রিয় মুহূর্তকেই এ বার বাস্তব করে ফেললেন শিল্পা শেট্টি! 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৯:১৫
কিং খান হয়ে কী বললেন শিল্পা

কিং খান হয়ে কী বললেন শিল্পা

উড়ন্ত হেলিকপ্টার নেমে এল মাটিতে। দরজা এক হাতে ধরলেন তিনি। তারপর সটান লাফ মাটিতে। কালো পোশাকে ছুটলেন বাড়ির দিকে। তিনি, বলিউডের 'বাদশা'।

পর্দার এই দৃশ্য দর্শকের ভীষণ চেনা। ছবির নাম 'কভি খুশি কভি গম' (কেথ্রিজি)। গল্পে শাহরুখ ওরফে নায়ক 'রাহুল'-এর ঘরে ফেরার সেই জনপ্রিয় দৃশ্যকেই এ বার বাস্তব করে ফেললেন শিল্পা শেট্টি!

Advertisement

মুসৌরিতে সপরিবার ছুটি কাটাতে গিয়েছিলেন শিল্পা। মুম্বই ফিরলেন হেলিকপ্টারে। আর তখনই কালো পোশাকে প্রথমে দরজায় হাত। তারপর এক লাফে বাইরে এলেন অভিনেত্রী। তারপর দে ছুট! এক্কেবারে শাহরুখের কায়দায়! প্রেক্ষাপটে ছবিরই গানের চেনা সুর।

ইনস্টাগ্রামে স্লো মোশন রিল ভিডিয়োটি পোস্ট করে শিল্পা লিখেছেন, 'ঘরে ফেরার স্বাদই আলাদা! আমাদের সবার মনেই বোধহয় এক টুকরো কেথ্রিজি লুকিয়ে!' অগুন্তি দর্শকের মতো কিং খানের কীর্তিকলাপে তাঁর 'বাজিগর'-এর সহ-অভিনেত্রীও যে এতটা মজে, কে জানত!

Advertisement
আরও পড়ুন