Sherlyn Chopra

Sherlyn Chopra: আমার খোলামেলা ভিডিয়ো দেখে তারিফ করেছিলেন শিল্পা শেট্টিও: শার্লিন চোপড়া

শার্লিন বলেছেন, ‘‘আমি কখনওই অ্যাপের জন্য ক্যামেরার সামনে যৌন মিলনে লিপ্ত হয়নি। কিন্তু ক্রমে দৃশ্যগুলি অতিরিক্ত খোলামেলা হয়ে যাচ্ছে দেখে অস্বস্তি হত।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১১:৪১
শিল্পা শেট্টি এবং শার্লিন চোপড়া

শিল্পা শেট্টি এবং শার্লিন চোপড়া

তাঁর খোলামেলা ভিডিয়ো দেখে তারিফ করেছিলেন রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টিও, জানালেন অভিনেত্রী শার্লিন চোপড়া। শিল্পার তারিফ নিজের কানে না শুনলেও শার্লিনকে রাজ বলেছিলেন, শিল্পার খুবই পছন্দ হয়েছে ভিডিয়োগুলি। শুক্রবার প্রায় ৮ ঘণ্টা ধরে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখায় বয়ান রেকর্ড করেন শার্লিন। বেরিয়ে এসে তিনি এই নিয়ে প্রতিক্রিয়া দেন।

শার্লিন বলেন, ‘‘রাজ কুন্দ্রার সংস্থার সঙ্গে আমার সংস্থার কোনও যোগ নেই। আমি ওঁর সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম একজন খ্যতনামী শিল্পী হিসাবে। হটশটস অন্য শিল্পীদের সঙ্গে পর্ন তৈরি করত। আমি এই চুক্তি নিয়ে স্পষ্ট করে বুঝতে একাধিকবার রাজের কাছে গিয়েছিলাম। কিন্তু কখনও হটশটস বা রাজের অন্য কোনও অ্যাপের জন্য শ্যুটিং করিনি।’’

Advertisement

জেরায় ঠিক কী কী বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শার্লিন জানান, তদন্তকারী আধিকারিকরা বুঝতে চেষ্টা করেছেন, কারা এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বলেন, ‘‘আমাকে কেন যুক্ত করা হয়েছিল, তা জানতে চেয়েছেন আধিকারিকরা। আমাদের মতো মানুষদের ঠিক কী বলেছিলেন রাজ ও তাঁর সঙ্গীরা, সেই প্রশ্নও উঠেছে। আমি জানিয়েছি, আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা আমি করিনি। আমাকে প্রায় জোর করেই বিশ্বাস করতে বাধ্য করা হয়েছিল, যতই খোলামেলা দৃশ্য শ্যুটিং করা হোক, তা আসলে নিয়মের বাইরে যাচ্ছে না।’’

শার্লিনের দাবি, তাঁকে বিশ্বাস করাতে শিল্পা প্রসঙ্গও টেনে এনেছিলেন রাজ। শার্লিন বলেছেন, ‘‘আমি কখনই অ্যাপের জন্য ক্যামেরার সামনে যৌন মিলনে লিপ্ত হইনি। কিন্তু যখন দেখতাম, ক্রমে অতিরিক্ত খোলামেলা হয়ে যাচ্ছে দৃশ্যগুলি, তখন অস্বস্তি হত। কিন্তু রাজ আমায় বলেছিলেন, আমার কাজ খুব ভাল লেগেছে শিল্পার। শিল্পার মতো একজনের প্রশংসা পাওয়ায় আর কিছু ভাবিনি।’’

Advertisement
আরও পড়ুন