মেয়র ফিরহাদ হাকিম। —নিজস্ব চিত্র।
উত্তর কলকাতার অন্যতম বড় সমস্যা গঙ্গাভাঙন। সেই সমস্যা সমাধানের জন্য বন্দর কর্তৃপক্ষকে বৈঠকে বুধবার ডেকেছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, খিদিরপুর পর্যন্ত সমস্ত ঘাট বাঁধানো ও সুরক্ষার দায়িত্ব নিয়েছে পোর্ট ট্রাস্ট। তবে আপাতত নিমতলা ও মায়ের ঘাটে বাড়তি নজর দেওয়া হচ্ছে। বুধবার নদী ভাঙন ছাড়াও আলোচনা হয় কর, পুনর্বাসন সহ-বিভিন্ন বিষয়ে। মেয়র জানিয়েছেন, পুনর্বাসন না-দিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলায় উচ্ছেদ চলবে না।
বুধবার বৈঠকের পরে ফিরহাদ বলেন, “নিমতলা ঘাট থেকে মায়ের ঘাট পর্যন্ত যত ঘাট আছে ওই সমস্ত ঘাটগুলির দায়িত্ব নিচ্ছেন বন্দর কর্তৃপক্ষ। বাকি ঘাটগুলিও সংস্কার করা হবে।“ মেয়র জানান, কলকাতা পুরসভার সঙ্গে বন্দর কর্তৃপক্ষের কর সংক্রান্ত একটি বিষয়ে সমস্যা ছিল। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা দ্রুত বকেয়া কর জমা দেবে। সেই সঙ্গে বন্দর এলাকায় উচ্ছেদ নিয়ে ফিরহাদ বলেন, “বন্দর এলাকায় সিআইএসএফ দিয়ে প্রায় সময়েই উচ্ছেদ হয়। তা না করে অপ্রয়োজনীয় জায়গা চিহ্নিত করে দিলে ভূমিহীনদের বাংলার বাড়ি প্রকল্পে থাকার জায়গা দেবে রাজ্য। তবে পুনর্বাসন না দিয়ে বাংলায় উচ্ছেদ চলবে না।”