Sayani Gupta

‘কাট’ বলার পরেও চুম্বনে মত্ত সহ-অভিনেতা, ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তি হচ্ছিল: বিস্ফোরক সায়নী

কিছু ক্ষেত্রে সহ-অভিনেতারাও ঘনিষ্ঠ দৃশ্যের সুযোগ নেন বলে জানান সায়নী। চুম্বনদৃশ্যে ‘কাট’ বলার পরেও সেই সহ-অভিনেতারা নাকি থামেন না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৮:২৫
Sayani Gupta revealed that she felt very vulnerable in an intimate scene

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য সায়নী গুপ্তের। ছবি: সংগৃহীত।

গোয়ার সমুদ্রসৈকত। সার দিয়ে দাঁড়িয়ে ৭০ জন পুরুষ। তাঁদের সামনেই বালুকাবেলায় শুয়ে অভিনেত্রী সায়নী গুপ্ত। পরনে স্বল্প বসন। এমনই এক দৃশ্যের শুটিং করতে গিয়ে ঘাম ছুটেছিল বাঙালি অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাহসী দৃশ্যের শুটিং-এর অভিজ্ঞতা জানালেন তিনি।

Advertisement

গোয়ার সমুদ্রতটে ওয়েব সিরিজ় ‘ফোর মোর শটস’-এর শুটিং চলছে সেই সময়ে। সায়নীকে একটি ছোট পোশাক পরতে বলা হয়। ৭০ জন পুরুষের সামনে। কিন্তু সেখানেই ওই পোশাকে তুলে ধরতে হবে তাঁর আবেদন। শুটিং মোটেও সহজ ছিল না। সায়নী বলেছেন, “আমার নিজেকে দুর্বল লাগছিল এবং অস্বস্তি হচ্ছিল। তার কারণ আমার সামনে দাঁড়িয়ে ছিলেন ৭০ জন পুরুষ। আমার পাশে তেমন কেউ ছিলেন না। কলাকুশলীও তেমন ছিলেন না। আমার মনে হচ্ছিল, ‘এক জন যদি গায়ের শাল নিয়ে আসত’!”

বঙ্গতনয়া আরও বলেন, “এমন বহু বার হয়ে থাকে, অভিনেতার নিরাপত্তাকে তেমন গুরুত্বই দেওয়া হয় না। এটাই বোধ হয় সবার শেষে মাথায় আসে। শুধু ঘনিষ্ঠ দৃশ্যের কথাই বলছি না।” কিছু ক্ষেত্রে সহ-অভিনেতারাও ঘনিষ্ঠ দৃশ্যের সুযোগ নেন বলে জানান সায়নী। চুম্বন দৃশ্যে ‘কাট’ বলার পরেও সেই সব অভিনেতা নাকি থামেন না।

সায়নী বলেন, “ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা কিন্তু আসলে কঠিন নয়, কারণ খুব নিয়মমাফিক হয় এর শুটিং। কিন্তু এই দৃশ্যের সুযোগও নেয় অনেকে। আমার সঙ্গেই এমন হয়েছে। চুম্বন দৃশ্যে ‘কাট’ বলা হয়ে গিয়েছে। কিন্তু তার পরেও সেই সহ- অভিনেতা থামেননি। খুব সূক্ষ্ণ ভাবেও এই অভব্য ব্যবহার করা যায়।”

Advertisement
আরও পড়ুন