Sara Ali Khan

Sara-Ananya: স্কুলে অনন্যাকে হেনস্থা করতেন সারা আলি খান, স্বীকারোক্তি সইফ-কন্যার

মুম্বইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন সারা আলি খান। একই স্কুলে নিচু ক্লাসে পড়তেন আরও এক তারকা-সন্তান, অনন্যা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ২০:৫৩
দুই তারকা-সন্তান সারা এবং অনন্যা

দুই তারকা-সন্তান সারা এবং অনন্যা

মুম্বইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন সারা আলি খান। একই স্কুলে নিচু ক্লাসে পড়তেন আরও এক তারকা-সন্তান, অনন্যা পাণ্ডে। ছোটবেলায় অনন্যাকে নানা ভাবে বিরক্ত বা হেনস্থা করতেন সারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বলেন, ‘‘অনন্যা বলে, আমি ওকে ছোটবেলায় হেনস্থা করতাম। সত্যিই হয়তো করতাম। আমার মনে হয়, এখন একই কাজ করি।’’ শেষ বাক্যটি প্রমাণ করার জন্য সারা সাম্প্রতিকতম একটি উদাহরণ টানেন।

Advertisement

পুরস্কার বিতরণীর এক অনুষ্ঠানে ‘আতরঙ্গি রে’ ছবির ‘চকা চক’ গানে নাচ করার জন্য অনন্যাকে জোর করেছেন সারা। অনন্যা রাজি ছিলেন না, কিন্তু তা-ও তাঁকে নাচতে হয়। সে দিনের কথা মনে করে সারা বললেন, ‘‘আমার মনে হয়, আবারও আমি অনন্যাকে হেনস্থা করেছি।’’

Advertisement
আরও পড়ুন