Celeb Gossip

বিচ্ছেদই সার! প্রাক্তনের হাত ধরেই প্রেমে ফিরছেন কার্তিক আরিয়ান

এক সময় বলিপাড়ায় কান পাতলেই শোনা যেত তাঁদের প্রেমের গুঞ্জন। তাঁদের রসায়ন ধরা পড়েছিল ক্যামেরার সামনেও। তার পরেও সাময়িক প্রেমের পর বিচ্ছেদের পথে হেঁটেছিলেন কার্তিক আরিয়ান ও সারা আলি খান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৬
Kartik Aaryan.

কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত।

এক সময় বলিপাড়ায় সবার মুখে মুখে ঘুরত তাঁদের প্রেমের গল্প। ক্যামেরার সামনে ধরা পড়ত তাঁদের জমাটি রসায়নও। বলিউডে অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী সারা আলি খানের সম্পর্কের রসায়ন এক সময়ে বেশ রসালো আলোচনার খোরাক ছিল। ২০১৮ সালে বাবা সইফ আলি খানের সঙ্গে ‘কফি উইথ কর্ণ’-এ কর্ণ জোহরকে প্রথম মনের কথা জানিয়েছিলেন সারা। কার্তিককে বেশ পছন্দ তাঁর, কফি কাউচে বসে জনসমক্ষেই স্বীকার করেছিলেন সইফ-কন্যা। তার বছর খানেকের মধ্যে ইমতিয়াজ় আলির ‘লভ আজ কাল’ ছবির জন্য ক্যামেরার সামনে জুটি বাঁধেন সারা ও কার্তিক। শোনা যায়, ছবির প্রস্তুতি ও শুটিং চলাকালীন নাকি একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন তাঁরা। যদিও সেই প্রেম বেশি দিন টেকেনি। তবে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন প্রাক্তন প্রেমিক যুগল। ‘লভ আজ কাল’ বক্স অফিসে তেমন ভাল ব্যবসা করতে না পারলেও সারা ও কার্তিকের রসায়নেই ভরসা রাখছেন বলিউডের ছবি নির্মাতারা। খবর, কার্তিকের আগামী ছবিতে নাকি বলিউডের অন্য এক নায়িকার বদলে সারাকেই চাইছেন নির্মাতারা।

Advertisement

২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া ২’। অক্ষয় কুমারের হাত ধরে ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজ়ির সূচনা হলেও দ্বিতীয় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করে সফল হয়েছিলেন কার্তিক। সেই ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি মুক্তি পেতে চলেছে আগামী বছর। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। খবর, ‘ভুল ভুলাইয়া ২’ ছবির মতো ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতেও অভিনয় করার কথা ছিল কিয়ারা আডবাণীরই। তবে এখন কানাঘুষো, কিয়ারার বদলে নাকি সারাকে চাইছেন নির্মাতারা।

খবর, ইতিমধ্যেই নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে ছবির চিত্রনাট্য। কয়েক মাস আগে সমাজমাধ্যমের পাতায় ছবির প্রথম ঝলক শেয়ার করেছিলেন কার্তিক নিজেই। যদিও তখন নায়িকা নিয়ে কোনও উচ্যবাচ্য করেননি তিনি। কানাঘুষো, আগামী বছরের শুরুর দিকেই নাকি আনুষ্ঠানিক ঘোষণা করবেন নির্মাতারা।

Advertisement
আরও পড়ুন