Sara Ali Khan-Kartik Aaryan

প্রেম ভাঙার পর কি আদৌ বন্ধুত্ব রাখা সম্ভব! তাঁর প্রাক্তন কার্তিককে নিয়ে অকপট সারা

সারা-কার্তিকের প্রেমের শুরু যত তাড়াতাড়ি সম্পর্ক ভাঙেও তত তাড়াতাড়ি। প্রেম না থাকলেও বন্ধুত্ব রাখা কি আদৌ সহজ?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১৮:৫২
(বাঁ দিকে) কার্তিক আরিয়ান। সারা আলি খান (ডান দিকে)

(বাঁ দিকে) কার্তিক আরিয়ান। সারা আলি খান (ডান দিকে) ছবি: সংগৃহীত।

বলিউডের এই প্রজন্মের অন্যতম চর্চিত নায়িকা সারা আলি খান। পেশাগত জীবন নিয়ে আলোচনা তো রয়েছেই। পাশাপাশি, নায়িকার প্রেমজীবন নিয়েও কম জল্পনা হয়নি বলিপাড়ায়। জীবনের প্রথম ছবির সময় থেকেই একের পর এক অভিনেতার সঙ্গে নাম জড়়িয়েছে সারার। কখনও তা রটনা, কখনও আবার সত্যিই সেই অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সইফ-কন্যা। অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর প্রেম বলিপাড়ায় বহুল চর্চিত। কর্ণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ কর্ণ’-এ এসে কার্তিকের প্রতি তাঁর ভাল লাগার কথা জনসমক্ষেই জানিয়েছিলেন সারা। তার পর পরিচালক ইমতিয়াজ় আলির ছবি ‘লভ আজ কাল’-এ জুটি বেঁধে কাজও করেছিলেন সারা ও কার্তিক। খবর, ওই ছবির শুটিং চলাকালীনই নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। বছরখানেকের মধ্যে সম্পর্কে ইতি টানেন তাঁরা। তবে সম্পর্ক ভাঙার পরও বন্ধু কার্তিক-সারা। শোনা যায়, কার্তিক নাকি একই সময় সারা ও অনন্যা পাণ্ডে দু’জনের সঙ্গেই সম্পর্কে ছিল, ‘ব্রেকআপ’-এর পরও বন্ধুত্ব কতটা সহজ, জানালেন সারা।

Advertisement

কার্তিকের প্রতি নিজের ভাল লাগা কখনওই লুকোতে যাননি সারা। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পরও প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা ঠিক কতটা সোজা? সারা জবাবে বলেন, ‘‘ব্যাপারটা মোটেও সহজ নয়। কারণ, তখন এটা তার থেকেও বেশি তুচ্ছ বলেই মনে হত। এটি সত্যি সহজ নয়। আপনি যখন কারও সঙ্গে জড়িয়ে যান, সে আপনার বন্ধু হোক কিংবা কোনও সহকর্মী বা প্রেমিক। বিশেষ করে আমি নিজে যদি এই পরিস্থিতিতে থাকি, আমি খুবই জড়িয়ে যাই। তাই এটা বলব না যে, বন্ধুত্ব রাখাটা আমার পক্ষে কোনও ব্যাপার নয়।” শেষে সারার সংযোজন, ‘‘আমি বিশ্বাস করি, কাজের জগতে তেমন কোনও বন্ধু হয় না, এখানে ছেলেমানুষির কোনও জায়গা নেই।’’

Advertisement
আরও পড়ুন