Naga Chaitanya

Naga Chaitanya: প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রুভুকে ভুলে নাগা চৈতন্য মজেছেন নতুন এক অভিনেত্রীর প্রেমে

সামান্থা রুথ প্রুভুর সঙ্গে বিচ্ছেদের পরে আবার নতুন প্রেমে নাগা চৈতন্য।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ জুন ২০২২ ১৭:১৪
সামান্থা প্রভু, নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা

সামান্থা প্রভু, নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা

প্রেম, বিয়ে আর তার পরে বিচ্ছেদ। নাগা চৈতন্য এবং সামান্থা প্রভু। দক্ষিণের এই দুই অভিনেতাকে নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। ২০২১ সালের অক্টোবরে তাঁদের বিবাহবিচ্ছেদের পরে অনুরাগীরা যারপরনাই ভেঙে পড়েছিলেন । সে বছর একটি যৌথ বিবৃতি দিয়ে নিজেদের চার বছরের দাম্পত্যের ইতি ঘোষণা করেছিলেন দম্পতি। চলতি বছর মার্চ মাসে সামান্থা তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যকে সোশ্যাল মিডিয়ায় ‘আনফলো’ও করেছেন। দুজনেই আপাতত কাজে ব্যস্ত। তার মধ্যেই নাগা চৈতন্যর প্রেমের খবর ছড়িয়ে পড়ল। মুম্বই সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুসারে, বর্তমানে মডেল-অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে প্রেম করছেন নাগা।

Advertisement

নাগা চৈতন্য এবং শোভিতাকে সম্প্রতি জুবিলি হিলসের চৈতন্যের নতুন বাড়িতে একসঙ্গে দেখা গিয়েছে। ইঙ্গিত মিলছে, তাঁরা একে অপরের বেশ ঘনিষ্ঠ। বাড়িতে কিছু সময় কাটিয়ে একই গাড়িতে দু’জন আবারও চলে গিয়েছেন অন্য কোথাও। শুধু নাগার বাড়ি নয়, সম্প্রতি ‘মেজর’ ছবির প্রচারে শোভিতা একটি হোটেলে ওঠেন। সেখানকার এক প্রত্যক্ষদর্শী জানান, হোটেলেও একাধিকবার নাগাকে দেখা গিয়েছে। সত্যিই তাঁরা সম্পর্কে আছেন কিনা, তা জানা যায়নি। তবে দুজনের কেউই এখনও এই প্রেমের খবরকে অস্বীকারও করেননি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন