Salman Khan

সকলের সামনে করজোড়ে সলমন, ‘সিকান্দর’ নিয়ে কোন বিশেষ আবেদন রাখলেন অভিনেতা?

‘সিকন্দর’ নাকি প্রথম দিনেই প্রায় ৫০ কোটির অঙ্ক ছোঁবে। এর মাঝে হাতজোড় করে অভিনেতা কোন অনুরোধ করলেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৭:৩৮
কেন করজোড় করলেন সলমন

কেন করজোড় করলেন সলমন ছবি: সংগৃহীত।

গত বেশ কয়েক বছর ধরেই ইদে মুক্তি পাচ্ছে সলমন খানের ছবি। এ যেন এক নতুন প্রথা। তবু, শেষ বার ইদে মুক্তি পাওয়া সলমনের যে ছবি সাফল্যের মুখ দেখেছে সেটি ‘এক থা টাইগার’। তার পর থেকে সে ভাবে সলমনের কোনও ছবি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। এ বার ‘সিকান্দর’ নিয়ে আশায় বুক বেঁধেছেন অভিনেতা। আশা করা হচ্ছে প্রথম দিনেই এই ছবি প্রায় ৫০ কোটি টাকার অঙ্ক ছোঁবে।

Advertisement

এরই মধ্যে অভিনেতাকে দেখা গেল হাতজোড় করে কোনও অনুরোধ করছেন দর্শককে। কি অনুরোধ? বলিউডের ভাইজান সাফ জানিয়েছেন, ছবি নিয়ে কোনও বিতর্ক চান না তিনি। গত কয়েক বছরের রীতি বলছে, যে কোনও ছবি মুক্তির আগেই তাকে ফেলা হয় আতস কাচের নীচে। কখনও ছবির নাম বদল করতে হয়, কখনও আবার ছবিতে একাধিক দৃশ্যে চালানো হয় কাঁচি।

নিজের ছবি মুক্তির আগে তেমন কিছু চাইছেন না অভিনেতা। সলমনের কথায়, “অনেক বিতর্ক দেখেছি জীবনে। আর কোনও বিতর্ক চাই না ভাই। তা ছাড়া আমার মনে হয় না, বিতর্ক দিয়ে সিনেমা হিট করানো যায়। অনেক সময় যে এই বিতর্কের জেরেই ছবির মুক্তি পিছিয়ে যায়। হামেশাই এমনটাও ঘটেছে। এমনও হয়েছে, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত মুক্তি পিছিয়েছে।” আসলে ‘সিকন্দর’-এর প্রচারে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, বর্তমানে তো প্রতিটা সিনেমা নিয়েই বিতর্ক হয়। তাঁর ছবিতেও কি তেমন কোনও বিতর্কের সম্ভাবনা রয়েছে? সেই প্রেক্ষিতেই সলমনের এমন জবাব।

যদিও এর পাশাপাশি সলমন জানিয়েছেন, তিনিও মনে করেন ছবি মুক্তির আগে বিতর্কে জড়ানোই যেন রীতি হয়ে উঠেছে। সলমনের কথায়, “বছর খানেক আগে বিতর্কে পড়ে আমাকে ‘লাভরাত্রি’ সিনেমাটির নাম বদলে ফেলতে হয়েছিল। এই এক জীবনে অনেক কিছু দেখেছি আমি ও আমার পরিবার। তাই বিতর্ক থেকে দূরেই থাকতে চাই।”

Advertisement
আরও পড়ুন