salman khan

Salman Khan-Jacqueline Fernandez: বোকার মতো ট্রেডমিলে না দৌড়ে মাটি কোপাও! জ্যাকলিনকে ধমক সলমনের

গত বছর অভিনেতা তাঁর পানভেলের বাগানবাড়ির কিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। তাতে কৃষকদের সম্মান জানিয়ে নিজের ছবি দিয়েছিলেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ২০:৪১
জ্যাকলিনকে কেন বকুনি দিয়েছিলেন সলমন

জ্যাকলিনকে কেন বকুনি দিয়েছিলেন সলমন

এক দিকে সলমন মাটি কোপাচ্ছেন, ফসল ফলাচ্ছেন। অন্য দিকে ট্রেডমিলে দৌড়চ্ছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। জ্যাকলিনকে ধমক দিয়ে সলমন বললেন, ‘‘বোকার মতো ট্রেডমিলে দৌড়চ্ছ কেন? মাটি কোপাও!’’

কেন এ ভাবে বকুনি দিলেন ভাইজান? সলমনের কথায়, ‘‘মাটি কুপিয়ে, ফসল ফলিয়ে মনে হয়, সারা দিনে কিছু একটা করলাম।’’ তাঁর মতে, ট্রেডমিলে দৌড়নোর চেয়ে মাটি কোপানো ভাল। তাতে মেদও ঝরে, ফসলও ফলে।

Advertisement

২০২০ সালে অতিমারির প্রকোপে সাধারণ মানুষ-সহ তারকারাও ঘরবন্দি ছিলেন। বলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তি সলমন খানও ব্যতিক্রম নন। তবে সে সময়টায় মুম্বই শহরে নিজেকে বন্দি না রেখে পানভেলে নিজের বাগানবাড়িতে ডেরা বেঁধেছিলেন 'টাইগার'। কিন্তু একা একা মাসের পর মাস কাটাতে কার-ই বা ভাল লাগে! তাই বন্ধুবান্ধবদেরও সঙ্গে নিয়েছিলেন ভাইজান। সেই তালিকায় অন্যতম জ্যাকলিন ফার্নান্ডেজ।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে সেই দিনগুলোর কিছু মজার ঘটনার কথা তুলে ধরলেন সলমন। সেখানেই জ্যাকলিনকে বকুনি দেওয়ার গল্পও বলেছেন 'টাইগার'। দর্শকরা যথারীতি হেসে গড়াগড়ি!

গত বছর অভিনেতা তাঁর পানভেলের বাগানবাড়ির কিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। তাতে কৃষকদের সম্মান জানিয়ে নিজের ছবি দিয়েছিলেন তিনি। একটিতে মাটি কোপানোর পরে কাদা মাখা শরীরে বিশ্রামরত। তা ছাড়া, আর একটি ভিডিয়োয় দেখা যায়, ট্র্যাক্টরে চেপে কৃষিকাজে মগ্ন ‘ভাইজান’।

Advertisement
আরও পড়ুন