salman khan

Salman Khan: যারা দুধ খেতে পায় না, তাদের দিন! ‘ভাই-পুজো’য় পোস্টার স্নানে চটলেন সলমন

সলমন-প্রেমীদের এই উচ্ছ্বাস নতুন নয়। ‘ভাইজান’-এর ছবি মুক্তি তাঁদের কাছে এক প্রকার উৎসবই বটে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৭:১১
অনুরাগীদের উপর চটলেন সলমন।

অনুরাগীদের উপর চটলেন সলমন।

প্রেক্ষাগৃহের বাইরে সলমন খানের পোস্টার। পরম যত্নে তাকে দুধে স্নান করাচ্ছেন অনুরাগীরা। ‘ভাই-পুজো’-র এমনই এক ভিডিয়ো পৌঁছেছে স্বয়ং ‘ভাইজান’-এর কাছে। ইনস্টাগ্রামে সেটি পোস্টও করেছেন তিনি। তবে আপ্লুত হয়ে নয়। বেজায় রেগে।

অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়েছেন সলমন। লিখেছেন, ‘অনেকে জলটুকু পাচ্ছেন না। আর আপনারা এ ভাবে দুধ নষ্ট করছেন? আপনাদের অনুরোধ করছি, গরিব শিশুদের দুধ খাওয়ান। যারা দুধ খেতে পায় না, তাদের সাহায্য করুন।’

Advertisement

সলমন-প্রেমীদের এই উচ্ছ্বাস নতুন নয়। ‘ভাইজান’-এর ছবি মুক্তি তাঁদের কাছে এক প্রকার উৎসবই বটে। সদ্য ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ দেখতে গিয়ে প্রেক্ষাগৃহের ভিতরেই দেদার বাজি পুড়িয়েছেন অনুরাগীদের একাংশ। এ ধরনের লাগামছাড়া উদ্‌যাপনে আপত্তি জানিয়েছেন সলমন। নেটমাধ্যমে লিখেছেন, ‘অনুরাগীদের কাছে অনুরোধ, প্রেক্ষাগৃহে বাজি নিয়ে যাবেন না। এতে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। যা প্রাণঘাতীও হতে পারে।’

প্রেক্ষাগৃহের মালিকদেরও আরও সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন ‘টাইগার’। তাঁর পরামর্শ, কোনও ব্যক্তি বাজি নিয়ে এলে, তাঁকে যেন প্রেক্ষাগৃহে প্রবেশ করতেই না দেওয়া হয়। পাশাপাশি কড়া নজরদারি চালানোর কথাও বলেছেন সলমন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement