Salman On Kangana

কঙ্গনার সন্তানের কী হবে, চিন্তায় সলমন, অভিনেত্রীকে নিয়ে রসিকতা ভাইজানের!

বার বার স্বজনপোষণ নিয়ে বলিউডকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন কঙ্গনা। অভিনেত্রীর সন্তান নিয়ে চিন্তার ভাঁজ সলমনের কপালে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৮:৫৩
কঙ্গনার সন্তান নিয়ে চিন্তা সলমনের!

কঙ্গনার সন্তান নিয়ে চিন্তা সলমনের! ছবি: সংগৃহীত।

বলিউড নিয়ে একাধিক বার চাঁছাছোলা মন্তব্য করেছেন কঙ্গনা রনৌত। বি-টাউনের পরিবারতন্ত্র ও স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক কথাবার্তা বলেছেন তিনি। তারকাসন্তানদের নিয়ে অনবরত সমালোচনা করছেন অভিনেত্রী। যদিও সলমনের সঙ্গে বরাবর সুসম্পর্ক বজায় রেখে এসেছেন। অভিনয় দুনিয়ায় নিজের সফরের সঙ্গে সলমনের মিলও পান কঙ্গনা। তিন খানের মধ্যে সলমনের সঙ্গে তাঁর রসায়ন অন্য রকম। মাঝেমধ্যেই কঙ্গনার সঙ্গে রসিকতা করেন সলমন। কঙ্গনা অবশ্য ভাইজানের রসিকতার পাল্টা প্রতিক্রিয়াও যে দেন তা নয়। এ বার কঙ্গনার সন্তান নিয়ে চিন্তার ভাঁজ সলমনের কপালে।

Advertisement

বার বার স্বজনপোষণ নিয়ে বলিউডকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন কঙ্গনা। এ বার কঙ্গনার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন সলমন। সম্প্রতি তাঁর আসন্ন ছবি ‘সিকন্দর’-এর সাংবাদিক সম্মেলনে বলিউডের নতুন প্রজন্ম নিয়ে প্রশ্ন করা হয়। উঠে আসে রবীনা টন্ডনের মেয়ে রাশা থডানীর নাম। তাতেই ভুল করে সলমন শোনেন, কঙ্গনার মেয়ে আসছে বলিউডে। হাসাহাসি শুরু হতেই সলমন ফের না থেমেই বলতে থাকেন, ‘‘কঙ্গনার মেয়ে হলে কী যে করবে! অভিনেত্রী হবে না কি রাজনীতিবিদ বুঝতেই পারবে না।” গত লোকসভা ভোটে মন্ডী থেকে বিজেপি দলের হয়ে জয়ী হয়ে সাংসদ হয়েছেন তিনি। এই মুহূর্তে নতুন কোনও ছবি নেই তাঁর হাতে। বরং রাজনীতিতেই বিশেষ মনোযোগ দিয়েছেন কঙ্গনা। যদিও সলমনের রসিকতার পাল্টা উত্তর আসেনি কঙ্গনার তরফ থেকে।

Advertisement
আরও পড়ুন