হরভজন সিংহ। —ফাইল চিত্র।
ক্ষমা চাইলেন হরভজন সিংহ। আইপিএলের মাঝে সমাজমাধ্যমে ক্ষমাপ্রার্থনা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। তিনি জানিয়েছেন, মানুষ বলেই ভুল হয়েছে তাঁর। কয়েক দিন আগে রাজস্থান রয়্যালসের ক্রিকেটার জফ্রা আর্চারকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন হরভজন। সেই ঘটনায় হরভজনের সমালোচনা হচ্ছিল। তবে সেই ঘটনায় নয়, ১৭ বছর আগে আইপিএলের একটি ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ভাজ্জি।
২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে হরভজন ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার। পঞ্জাব কিংসে খেলতেন এস শ্রীসন্থ। দুই দলের ম্যাচের পর মাঠেই শ্রীসন্থকে চড় মেরেছিলেন হরভজন। শ্রীসন্থ মাঠেই কেঁদে ফেলেন। এই ঘটনার জন্য হরভজনকে আইপিএল থেকে নির্বাসিতও করা হয়েছিল। এর আগেও অনেক বার শ্রীসন্থের কাছে ক্ষমা চেয়েছেন হরভজন। আরও এক বার চাইলেন তিনি।
সমাজমাধ্যমে এখনও শ্রীসন্থের সেই কান্নার ছবি ঘুরে বেড়ায়। তেমনই একটি পোস্টের জবাবে হরভজন লেখেন, “আমি ঠিক কাজ করিনি। ভুল করেছিলাম। আমার ওই কাজ করা উচিত ছিল না। কিন্তু আমি তো মানুষ। ঈশ্বর নই।”
এই ঘটনা নিয়ে হরভজনের মতো শ্রীসন্থও অনেক বার মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, হরভজনকে তিনি দাদার মতো দেখতেন। তাই তাঁর কাছে চড় খেয়ে হতবাক হয়ে গিয়েছিলেন তিনি। শারীরিক যন্ত্রণার থেকেও মানসিক কষ্ট বেশি পেয়েছিলেন তিনি। অবশ্য পরে হরভজন তাঁর সঙ্গে কথা বলে ভুল স্বীকার করেছিলেন। দু’জনের মধ্যে সম্পর্ক আবার আগের মতোই হয়ে গিয়েছে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন আর্চারকে কালো ট্যাক্সির সঙ্গে তুলনা করেছিলেন হরভজন। এই ঘটনা নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। হরভজনের শাস্তির দাবি করেছিলেন অনেকে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এই ঘটনায় কোনও মন্তব্য করেনি। হরভজনও তা নিয়ে মুখ খোলেননি।