শোভিতার মতো ত্বকচর্চা করতে পারেন আপনিও। ছবি: সংগৃহীত।
রকমারি প্রসাধন নয়, হেঁশেলের টুকিটাকিতেই ত্বকচর্চা, কেশচর্চা। শোভিতা ধুলিপালার ছবি থেকে কেন চোখ ফেরানো যায় না? এমন প্রশ্ন বার বার ওঠে ভক্তদের মনে? কী সেই রহস্য? সম্প্রতি নিজের ঘরোয়া টোটকাগুলি খোলসা করলেন নাগা চৈতন্যের স্ত্রী।
সকালবেলা ঘুম থেকেই উঠেই ‘মেড ইন হেভেন’-এর নায়িকা ঠোঁটে ঘি মাখেন। এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে এবং শুষ্ক হয়ে ফেটে যাওয়ার চিন্তা থাকে না। এমনিতেও লিপ বাম ছাড়া নাকি তিনি এক পা-ও চলেন না।
কেশচর্চা থেকে কেশসজ্জা, তেলেই ভরসা বলিউড নায়িকার। ছবি: সংগৃহীত।
সারা দিন ধরে নারকেল তেল দিয়েই নানাবিধ চর্চা করেন তিনি। ত্বকচর্চার কৌশল জানতে চাওয়ায় তিনি বলেন, ‘‘চুল এবং ত্বকের শুষ্কতার সঙ্গে মোকাবিলা করতে নারকেল তেলই আমার ভরসা। ঘি এবং নারকেল তেলের মতো প্রাকৃতিক উপাদানের উপরেই আমার ত্বকচর্চা নির্ভর করে।’’ দক্ষিণ ভারতের কন্যা তাঁর সৌন্দর্যের চাবিকাঠি হিসেবে নারকেল তেলকেই স্বীকৃতি দিতে চান।
কিন্তু কী ভাবে ব্যবহার করেন নারকেল তেল?
‘‘আমি চুলে মাঝেমধ্যেই নারকেল তেল মালিশ করি। এই তেল চুলকে আরও ভাল ভাবে পুষ্টি জোগায়। তা ছাড়া আমি মাইগ্রেনের ব্যথায় খুব ভুগতাম এক সময়। নারকেল তেল মালিশের অভ্যাসের পর খানিক রেহাই পেয়েছি। মনও শান্ত থাকে এতে।’’
চুলের সুস্বাস্থ্যের জন্য তো বটেই, এমনকি কেশসজ্জার ক্ষেত্রেও নারকেল তেল ব্যবহার করেন অভিনেত্রী। শোভিতা জানালেন, তিনি জলের সঙ্গে অল্প নারকেল তেল মিশিয়ে স্প্রে-বোতলে ঢেলে রাখেন। কেবল মালিশ নয়, চুলের স্টাইল সেট করার জন্যেও ওই মিশ্রণটি ব্যবহার করেন তিনি। কেবল জল দিলে চুল কুঁকড়ে যেতে পারে বলে তেলের সাহায্য নেন বলি-সুন্দরী।
সময়ের সঙ্গে সঙ্গে শোভিতার কাছে সৌন্দর্যের সংজ্ঞা পাল্টেছে। এক সময় কেবল নিজেকে সুন্দর দেখানোর জন্য যত্ন নিতেন অভিনেত্রী। কিন্তু এখন সেলুলয়েডে বিভিন্ন চরিত্রে মানানসই হওয়ার জন্য নিজের ত্বক এবং চুলের চর্চা করেন। শোভিতার মতো আপনিও ঘি এবং নারকেল তেলের উপর ভরসা রাখতে পারেন এ ভাবে।