Salman Khan

বিয়ের পরিকল্পনা নেই! তবে বাবা হওয়ার ইচ্ছে রয়েছে! সন্তান প্রসঙ্গে কী মত সলমনের?

একাধিক প্রেম এসেছে তাঁর জীবনে। বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। কিন্তু ছাঁদনাতলা পর্যন্ত এগোননি ভাইজান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:১৫
Salman Khan revealed whether he wants to enjoy fatherhood

বিয়ে নিয়ে পরিকল্পনা নেই সলমনের। ছবি: সংগৃহীত।

তিনি চিরকুমার। তবে অনুরাগীদের আশা, এক দিন ঠিক সাত পাকে বাঁধা পড়বেন সলমন খান। যদিও বিয়ে নিয়ে আর কোনও পরিকল্পনাই নেই তাঁর। একাধিক সাক্ষাৎকারে তা জানিয়েছেন সলমন। তবে মনের মধ্যে রয়েছে বাবা হওয়ার বাসনা। ভাইজানকে নিয়ে তাঁর অনুরাগীদের আগ্রহের শেষ নেই। একাধিক প্রেম এসেছে তাঁর জীবনে। বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। কিন্তু ছাঁদনাতলা পর্যন্ত এগোননি ভাইজান।

Advertisement

বার বার তাঁর কাছে একই প্রশ্ন আসে, কবে বিয়ে করছেন? এক সাক্ষাৎকারে সেই একই প্রশ্নের উত্তরে তিনি জানান, খুব শীঘ্র তাঁর বিয়ের কোনও পরিকল্পনা নেই। কিন্তু শিশুদের প্রতি রয়েছে তাঁর অগাধ ভালবাসা। তাই বাবা হওয়ার অনুভূতি পেতে চান। তবে এমন কোনও পরিকল্পনা যে নেই, তা-ও জানিয়েছেন।

অন্য এক সাক্ষাৎকারে সলমনকে প্রশ্ন করা হয়, তিনি ভবিষ্যতে সারোগেসির মাধ্যমে বাবা হতে চান? অথবা সন্তান দত্তক নিতে চান? ভাইজান উত্তর দিয়েছিলেন, “না, এখনও এমন কোনও পরিকল্পনা নেই। যখন হওয়ার হবে।” বোন অর্পিতা খানের সন্তানকেই কি নিজের সন্তানের মতো বড় করতে চান সলমন? তিনি বলেন, “আমাদের বাড়িতে শিশুর অভাব নেই। আর আমার বোন নিজেই খুব সুন্দর করে সন্তানকে লালন করছে। বলা ভাল, ও আমাদের সকলকেই লালন করছে।”

বর্তামানে সলমন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘সিকন্দর’ নিয়ে। তার পাশাপা ‘বিগ বস্‌ ১৮’-এর সঞ্চালনাও করছেন তিনি।

Advertisement
আরও পড়ুন