salman khan

Salman Khan: কম গুরুত্ব দেওয়া হচ্ছে! রেগে অক্ষয়ের সঙ্গে গানের শ্যুট থেকে বেরিয়ে যান সলমন

‘ফাগলি’ ছবির একটি গানের শ্যুট করছিলেন দুই তারকা। কিন্তু আচমকাই মাঝ পথে কাজ বন্ধ করে সেট থেকে বেরিয়ে যান সলমন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০২
অক্ষয়-সলমনের বন্ধুত্বের কথা কারও অজানা নয়।

অক্ষয়-সলমনের বন্ধুত্বের কথা কারও অজানা নয়।

তাঁরা প্রতিদ্বন্দ্বী। এক ছবিতে অভিনয় করলে কেউ কাউকে এক চুল জায়গা ছাড়েন না। কিন্তু এই প্রতিযোগিতার পাশাপাশি তাঁরা বন্ধুও। অক্ষয় কুমার এবং সলমন খান। কিন্তু জানেন কি প্রথম জনের উপর রুষ্ট হয়ে একবার সেট থেকে চলে গিয়েছিলেন দ্বিতীয় জন?

২০১৪ সাল। ‘ফাগলি’ ছবির একটি গানের শ্যুট করছিলেন দুই তারকা। কিন্তু আচমকাই মাঝ পথে কাজ বন্ধ করে সেট থেকে বেরিয়ে যান সলমন। অভিনেতার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, “সলমন গানটির ব্যাপারে বিশেষ কিছু জানত না। সেটে আসার পর সবটা বোঝানো হয়। ও বুঝেছিল গানটিতে ওর থেকে বেশি অক্ষয়কে গুরুত্ব দেওয়া হবে। সবাইকে চমকে দিয়ে গানের প্রথম অংশটুকু শ্যুট করে চুপচাপ চলে যায়।”

Advertisement

পরিচালক কবীর সদানন্দ শ্যুট শেষ করার অনুরোধ করেছিলেন সলমনকে। কিন্তু কোনও ভাবেই রাজি হননি অভিনেতা। অগত্যা সলমনকে ছেড়েই বাকি শ্যুট সারতে হয় তাঁকে। তবে এই ভুল বোঝাবুঝির আঁচ পড়েনি অক্ষয়-সলমনের সম্পর্কে। তাঁদের বন্ধুত্ব রয়ে গিয়েছে একই রকম।

Advertisement
আরও পড়ুন