প্রচারে নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকতেন সলমন। ছবি: সংগৃহীত।
বহু দিন ধরেই লরেন্স বিশ্নোইয়ের নিশানায় তিনি। সম্প্রতি আরও জটিল হয় পরিস্থিতি। তাই গত কয়েক দিনে জোরদার করা হয়েছে সলমন খানের নিরাপত্তা। যে কোনও জায়গাতেই সলমনের সঙ্গে থাকছে কড়া নিরাপত্তা বাহিনী। শুধু আজ নয়। সলমন নাকি বরাবরই যে কোনও জনসভা বা অনুষ্ঠানে যেতে ভয় পান। বিশেষ করে অনুষ্ঠানে উপস্থিত শিশুদের নিয়ে তিনি চিন্তিত থাকেন।
যে কোনও অনুষ্ঠানে সলমন হাজির হলেই মুহূর্তে মানুষের ঢল নামে। উন্মত্ত ভিড়ের কারণে সেখানে কোনও অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই একটু বেশিই সতর্ক থাকেন ভাইজান। ২০১৪ সালে সলমনের ছবি ‘কিক’ মুক্তি পেয়েছিল। সেই সময় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, একটি বিশেষ কারণে ছবির প্রচারে তিনি ভিড় এড়িয়ে চলেন। বিশেষ করে শপিং মলের মতো জায়গা প্রচারের জন্য এড়িয়ে যান। এখানে মানুষ কেনাকাটা করতে আসে। স্বাভাবিক ভাবেই ভিড় বেশি থাকে। তার উপর তাঁকে দেখলে মানুষ ছুটে আসে। সেই ভিড়ে বিপত্তি হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।
এই ভিড়ে শিশু ও প্রবীণেরা সমস্যায় পড়তে পারে বলে মনে করেন সলমন। প্রচারের জন্য বিভিন্ন শহরে যেতে হয় তারকাদের। সলমন যখন বিভিন্ন শহরে ভ্রমণ করতেন, তখন তাঁর গাড়ির পিছু নেওয়া হত। এত দ্রুত গাড়ি চলত যার জেরে বাচ্চাদের প্রাণহানি পর্যন্ত হতে পারে বলে মনে করতেন সলমন। তাই ভাইজান বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, “এমন করবেন না। কারণ প্রচারের জন্য আমাদের বিভিন্ন শহরে যেতে হয়। রাস্তায় এই ভাবে গাড়ি চললে, কোনও বাচ্চার প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। এটা একদমই ঠিক নয়।”
বর্তমানেও নিরাপত্তার জন্য অতিরিক্ত ভিড় বা জমায়েত এড়িয়ে চলেন সলমন। তবে কাজের ক্ষেত্রে কোনও হুমকিকেই তোয়াক্কা করেন না তিনি। জোর কদমে আসন্ন ছবি ‘সিকন্দর’-এর কাজ করছেন তিনি।