Rhea Chakraborty

‘বাইপোলার ডিজ়অর্ডার খুব কাছ থেকে দেখেছি’, রিয়াকে ‘যোদ্ধা’র তকমা দিলেন হানি সিংহ

হানির মানসিক অসুস্থতার কথা শুনে রিয়ার দাবি, তিনি জানেন ‘বাইপোলার ডিজ়অর্ডার’ সম্পর্কে। খুব কাছ থেকে এই মানসিক অসুস্থতাকে দেখেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৫৬
Rhea Chakraborty says that she understands bipolar disorder very closely

রিয়া চক্রবর্তীর মুখোমুখি হানি সিংহ। ছবি: সংগৃহীত।

রিয়া চক্রবর্তীর মুখোমুখি হানি সিংহ। অভিনেত্রীর সাক্ষাৎকারে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে অকপট কথা বলেছেন র‌্যাপার। জানিয়েছেন, ‘বাইপোলার ডিজ়অর্ডার’-এ আক্রান্ত অবস্থায় কী ভাবে কেটেছে ছয় বছর। হানির মানসিক অসুস্থতার কথা শুনে রিয়ার দাবি, তিনি জানেন ‘বাইপোলার ডিজ়অর্ডার’ সম্পর্কে। খুব কাছ থেকে এই মানসিক অসুস্থতাকে দেখেছেন তিনি। সাক্ষাৎকারের একটি ঝলক সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন রিয়া।

Advertisement

সেই ঝলকেই দেখা গিয়েছে, নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছেন হানি। র‌্যাপারের স্পষ্ট স্বীকারোক্তি, “আমি এখনও একজন রোগী।” সঙ্গে সঙ্গে রিয়া বলে ওঠেন, “অসুস্থতা অতিক্রম করে ওঠার জন্য ধন্যবাদ।” এই মন্তব্য শুনে হানির মতামত, তাঁরা দু’জনই যোদ্ধা।

বাইপোলার ডিজ়অর্ডারে টানা ছ’ বছর ভুগেছেন হানি। কোনও ভাবেই দিন কাটত না তাঁর। ছ’ বছরকে ৬০০ বছরের সমান মনে হত। কিন্তু চিকিৎসক নাকি ‘জাদুকর’-এর মতো সাহায্য করেছিলেন হানিকে। তার কারণ, এই অসুখ এতটাই জটিল যে চিকিৎসকেরাই বুঝে উঠতে পারেন না।

রিয়া এই অসুখের নাম শুনেই বলেন, “আমি খুব কাছ থেকে ‘বাইপোলার ডিজ়অর্ডার’-কে বুঝেছি।” এই মন্তব্য শুনে নেটাগরিকের প্রশ্ন, রিয়া কি কোনও ভাবে তাঁর প্রাক্তন প্রেমিক তথা প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের কথা বলতে চাইছেন?

২০২০ সালের ১৪ জুন, বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। সেই মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। আত্মহত্যা না কি খুন, তা নিয়েও চর্চা হয় বহু দিন। রিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন সুশান্ত। এক দিকে জানা গিয়েছিল, অবসাদে ভুগছিলেন অভিনেতা। আবার অন্য দিকে সুশান্তের পরিবারের অভিযোগ ছিল, রিয়াই নাকি অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। তদন্তে উঠে এসেছিল মাদকযোগ। এক মাস কারাবাসেও ছিলেন রিয়া।

Advertisement
আরও পড়ুন