Bollywood Update

একের পর এক ছবির ভরাডুবি বক্স অফিসে, কপাল ফেরাতে এ বার কার দরজায় কড়া নাড়লেন সলমন?

‘রাধে’, ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর ব্যর্থতার পরে এ বার ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর বেনজির ভরাডুবি। বক্স অফিস ভাগ্য ফেরাতে কার শরণ নিলেন বলিউডের ভাইজান?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ২১:৩৮
Salman Khan.

বলিউড তারকা সলমন খান। ছবি: সংগৃহীত।

আদ্যোপান্ত বাণিজ্যিক ছবির মাধ্যমে বক্স অফিসে প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন সলমন খান। সে গুড়ে বালি! চলতি বছরে মুক্তি পাওয়া ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এক ঝাঁক নবাগত অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে নিয়ে বেনজির ভরাডুবি হয়েছে ছবির। এর আগে ‘রাধে’, ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিও একেবারেই চলেনি বক্স অফিসে। একের পর এক ছবির ব্যর্থতার পর এ বার ধৈর্য হারাচ্ছেন সলমন। খবর, কপাল ফেরাতে এ বার পুরনো এক সঙ্গীর সঙ্গে যোগাযোগ করেছেন ভাইজান।

সঞ্জয় লীলা ভন্সালী। বলিউডের অন্যতম সেরা সিনেনির্মাতা। সলমনের সঙ্গে কাজও করেছেন ভন্সালী। নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবি ‘হম দিল দে চুকে সনম’ ছবিতে জুটি বেঁধে কাজ করেছিলেন ভন্সালী ও সলমন। বক্স অফিস সাফল্যের পাশাপাশি দর্শকেরও মন কেড়েছিল ওই ছবি। তার পর থেকেই ভন্সালী-সলমন জুটিকে ফের পর্দায় দেখতে মুখিয়ে অনুরাগীরা। সে কথা ভেবেই ২০১৯ সালের মাঝামাঝি সময়ে ঘোষণা হয়েছিল ‘ইনশাল্লাহ’ ছবির। ছবিতে জুটি হিসাবে একে অপরের বিপরীতে কাজ করার কথা ছিল সলমন ও আলিয়া ভট্টের। সলমনের রেওয়াজ মেনে ২০২০ সালের ইদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘ইনশাল্লাহ’-র। সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও সেই ছবি তৈরি হয়নি। তবে এখন খবর, একের পর এক মূল ধারার বাণিজ্যিক ছবির ব্যর্থতার পরে এ বার ভন্সালীর সঙ্গে ‘ইনশাল্লাহ’ ছবিতে কাজ করতে আগ্রহী সলমন।

Advertisement

‘ইনশাল্লাহ’ ছবির মাধ্যমে একটি প্রেমের গল্প দর্শককে উপহার দিতে চেয়েছিলেন ভন্সালী। কয়েক বছর আগে তেমন ছবির প্রতি আগ্রহ দেখাননি সলমন। তবে যে ধরনের ছবিতে গত কয়েক বছর কাজ করেছেন সলমন, তাতে সাফল্য মেলেনি। ফ্লপের হ্যাটট্রিকের পর এ বার ভাগ্য ফেরাতে উঠেপড়ে লেগেছেন ভাইজান। পাশাপাশি, নিজের দুই ভাই বা অন্য কোনও উঠতি শিল্পীকে জায়গা করে দেওয়ার জন্য নিজের কেরিয়ারের সঙ্গে আর আপস করতে চান না তিনি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সলমন ভন্সালীর সঙ্গে যোগাযোগ করলেও আদৌ ‘ইনশাল্লাহ’ তৈরি হবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন
Advertisement