Bollywood Gossip

‘রকি অউর রানি...’-তে কাজ করতে চেয়েছিলেন শাহরুখ, কিন্তু মন গলেনি কর্ণের! কেন?

বলিউডে তাঁদের বন্ধুত্ব প্রায় দৃষ্টান্তমূলক। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ় খান’-এর মতো ছবি করেছেন জুটি বেঁধে। সেই শাহরুখকেই এ বার ছবিতে নিতে নারাজ কর্ণ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ২১:৩০
Shah Rukh Khan and Karan Johar.

শাহরুখ খান ও কর্ণ জোহর। ছবি: সংগৃহীত।

বলিউডে তাঁর হাতেখড়ি শাহরুখ খানের ছবির মাধ্যমেই। ১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে আদিত্য চোপড়ার সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন কর্ণ জোহর। ছবিতে শাহরুখের চরিত্র রাজের বন্ধু হিসাবেও দেখা গিয়েছিল কর্ণকে। তার পর ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির মাধ্যমে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন কর্ণ। তার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘কভি খুশি কভি গম’, ‘কভি অলবিদা না কেহনা’, ‘মাই নেম ইজ় খান’-এর মতো ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন শাহরুখ ও কর্ণ। কর্ণের শেষ পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। তার পরেও ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে শাহরুখকে নিতে রাজি হননি কর্ণ। তবে কি দুই বন্ধুর সম্পর্কে চিড় ধরল?

বলিউডে নিজের ২৫তম বর্ষ উদ্‌যাপন করছেন কর্ণ। এমন এক মাইলফলক উদ্‌যাপন করতেই দর্শককে উপহার দিচ্ছেন ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। ছবির প্রথম প্রচার ঝলক মুক্তি পাওয়ার আগেও কর্ণকে নিয়ে কলম ধরেছিলেন শাহরুখ। শুভকামনা জানিয়েছিলেন কর্ণ ও তাঁর গোটা টিমকে। কর্ণের এই বিশেষ ছবিতে নাকি অভিনয়ও করতে চেয়েছিলেন শাহরুখ। তবে তাতে রাজি হননি কর্ণ। ছবিতে শাহরুখের মন রাখার জন্য কোনও বিশেষ চরিত্রকে জোর করে ঢোকাতে চাননি। কর্ণের দাবি, তাতে চিত্রনাট্যের রাশ আলগা হয়ে যেত। পাশাপাশি, শাহরুখের চরিত্রও সে ভাবে ফুটে উঠত না। স্রেফ ক্যামিয়োর স্বার্থে শাহরুখকে কাজে লাগাতে চাননি বন্ধু কর্ণ। তাই শাহরুখের অনুরোধ সত্ত্বেও তাঁকে ফেরাতে বাধ্য হয়েছিলেন তাঁর এত বছরের প্রিয় বন্ধু।

Advertisement

কর্ণের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভট্ট, রণবীর সিংহ, ধর্মেন্দ্র, শাবানা আজ়মি, জয়া বচ্চনের মতো অভিনেতারা। রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীর মতো বাঙালি অভিনেতারা। সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ২৮ তারিখ মুক্তি পেতে চলেছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’।

Advertisement
আরও পড়ুন