Pushpa 2 : The Rule

এক নায়িকা যথেষ্ট নয়, ‘পুষ্পা ২’-তে রশ্মিকার পাশাপাশি দেখা যাবে আর কোন দক্ষিণী তারকাকে?

ছবির প্রথম ভাগের পর দ্বিতীয় ভাগ নিয়ে উত্তেজনা তুঙ্গে অনুরাগীদের। খবর, ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে এ বার যোগ দিতে চলেছেন আরও এক দক্ষিণী তারকা।

Advertisement
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ১৫:১৯
still from Pushpa: The Rise.

রশ্মিকার পাশাপাশি আর কোন নায়িকাকে দেখা যাবে ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে? ছবি: সংগৃহীত।

প্রথম ভাগ মুক্তি পাওয়ার পরেই ঝড় উঠেছিল বক্স অফিসে। অতিমারি ও লকডাউনের বাজারেও বক্স অফিসে প্রায় ৪০০ কোটির ব্যবসা করেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবি। ছবির সাফল্যের পর দ্বিতীয় ভাগ নিয়ে শুরু হয় জল্পনা। ইতিমধ্যেই কাজও শুরু হয়ে গিয়েছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির। এ বার জানা গেল, সেই ছবিতে যোগ দিতে চলেছেন আরও এক দক্ষিণী তারকা অভিনেত্রী। শোনা যাচ্ছে, ‘পুষ্পা’র দ্বিতীয় ভাগে দেখা যেতে চলেছে সাই পল্লবীকে।

Advertisement
Photograph of Sai Pallavi.

শোনা যাচ্ছে, ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। ছবি: সংগৃহীত।

‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে। অন্য দিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আরও এক দক্ষিণী তারকা ফাহাদ ফাসিল। ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে ফাহাদ ফাসিলের বিপরীতেই দেখা মিলবে অভিনেত্রী সাই পল্লবীর। শোনা যাচ্ছে, আগামী কিছু দিনের মধ্যে ছবির শুটিংয়ে যোগ দেবেন অভিনেত্রী। সপ্তাহ খানেকের মধ্যেই নিজের চরিত্রের কাজ শেষ করবেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই ছবি নিয়ে উদ্দীপনা আরও বেড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে। অনেকের ধারণা, সামান্থার জায়গায় সাই পল্লবীকেই হয়তো দেখা যাবে একটি গানে নাচ করতে। যদিও এখনও এই বিষয়ে মুখ খোলেননি ছবির নির্মাতারা।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং। বিশাখাপত্তনমের পর আপাতত হায়দরাবাদে শুটিংয়ে ব্যস্ত তারকা। পাশাপাশি চলছে শারীরিক কসরতও। শুটিং ছাড়া চরিত্রের প্রয়োজনে বাকি সময় জিমেই কাটাচ্ছেন অল্লু অর্জুন। এমনকি এই ছবির স্বার্থে অ্যাটলির ‘জওয়ান’ ছবিকেও না বলেছেন দক্ষিণী তারকা। ওই ছবিতে শাহরুখ খানের সঙ্গে এক ফ্রেমে দেখা যেতে পারত অল্লু অর্জুনকে। ‘পুষ্পা: দ্য রুল’ ছবির কাজে কতটা মন দিয়েছেন দক্ষিণী তারকা, তা এ থেকে স্পষ্ট।

Advertisement
আরও পড়ুন