টাকা, এটিএম কার্ড খোয়ালেন ‘তোপসে’
‘তোপসে’র মানিব্যাগ চুরি! তা-ও আবার বন্ধ গাড়ির ভিতর থেকে!
জিমে গিয়েছিলেন টলি অভিনেতা সাহেব ভট্টাচার্য। জানা ছিল না, সেখানেই তাঁর জন্য অপেক্ষায় দুর্ভোগের প্রহর। রবিবার সকাল ৯টা নাগাদ ভবানীপুর থানার কাছে ওই জিমের সামনে গাড়ি রেখে ভিতরে যান অভিনেতা। ঘণ্টা দেড়েক শরীরচর্চা সেরে যখন নামেন, গাড়ি রয়েছে গাড়ির মতোই। কোনও আঁচড়় লাগেনি। কোনও কসরতের চিহ্নও নেই গাড়ির বাইরে। চারটি কাচ-ই তোলা। চারটি দরজাই বন্ধ। অথচ ভিতরে মানিব্যাগটি উধাও! ভিতরে ছিল হাজার তিনেক টাকা এবং বেশ কয়েকটি এটিএম কার্ড। সবসুদ্ধই খোয়া গিয়েছে মানিব্যাগটি।
ভবানীপুর থানায় চুরির মামলা দায়ের করেছেন সঞ্চালক-অভিনেতা। পুলিশ জানিয়েছে, ওই রাস্তার নজরদার ক্যামেরাগুলির ফুটেজ খতিয়ে দেখা হবে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
My wallet got stolen from my car in Hazra. I was parked 100meters away from Bhowanipore Police station. Please provide some help @KolkataPolice @CPKolkata
— Shaheb Bhattacherjee (@shaheb17) November 7, 2021
আনন্দবাজার অনলাইনকে সাহেব বলেন, ‘‘গাড়ি লক করা ছিল। ভাঙচুরও হয়নি। কিন্তু ভিতর থেকে মানিব্যাগ উধাও। এটা যে কী ভাবে সম্ভব, জানি না। থানার এত কাছে, দিনে দুপুরে এ ভাবে চুরি হল— ভেবেই অবাক লাগছে।’’ সাহেবের বিস্ময়, ‘‘যে বা যারা এই কাণ্ডটি ঘটিয়েছে, তারা নিশ্চয়ই খুবই দক্ষ। না হলে এ ভাবে চুরি করতে পারত না!’’
ফেলুদা কি কেসটা নিচ্ছেন?