Rituparna Sengupta

Rituparna Sengupta: লন্ডনে ঋতু পরিবর্তন! নিশিঠেক-পার্টিতে জমজমাট ‘পারমিতা’র জন্মদিন

ক্যালেন্ডার বলছে, অক্টোবর-নভেম্বরে সাগরপারে শরৎকাল! সেই ঋতুই হঠাৎ বদলে গেল রবিবার। অকাল বসন্ত!

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৩:২২
প্রায় পাঁচ মাস পরে স্বামী সঞ্জয় চক্রবর্তী আর মেয়ে ঋষণার সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ মিলেছে ঋতুপর্ণার।

প্রায় পাঁচ মাস পরে স্বামী সঞ্জয় চক্রবর্তী আর মেয়ে ঋষণার সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ মিলেছে ঋতুপর্ণার।

পাতাঝরার বেলা লন্ডনে। এলোমেলো দমকা হিমেল হাওয়া যখন তখন ওলোটপালট করে দেয় চার পাশ। তার পরেই সব যে-কে-সেই! ক্যালেন্ডার বলছে, অক্টোবর-নভেম্বরে সাগরপারে শরৎকাল! সেই ঋতুই হঠাৎ বদলে গেল রবিবার। অকাল বসন্ত! ৭ নভেম্বর, ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিনে। যদিও আনন্দবাজার অনলাইনের কাছে ‘পারমিতা’র দাবি, ‘‘পুরোটাই আচমকা ঘটে গিয়েছে। লন্ডনে জন্মদিন পালনের কোনও পরিকল্পনাই ছিল না।’’

কাকতালীয় ভাবে পুরোটা ঘটলেও আয়োজনে কমতি নেই। প্রায় পাঁচ মাস পরে স্বামী সঞ্জয় চক্রবর্তী আর মেয়ে ঋষণার সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ মিলেছে অভিনেত্রীর। সেই আনন্দে কাছের কিছু মানুষদের পার্টিতে ডেকে নিয়েছেন সঞ্জয়। শহরের একটি নির্দিষ্ট নিশিঠেকে এ দিন ভরপুর প্রেমের মরসুম! ‘প্রাক্তন’ ছবির ‘সুদীপা’র কথায়, ‘‘লন্ডনে আমার স্কুলবেলার বন্ধুরা আছে। তাদের কেউ এখন প্রতিষ্ঠিত চিকিৎসক, কেউ ভাইস চ্যান্সেলর, কেউ বা ইঞ্জিনিয়ার। আর আছে আমার তুতো ভাই-বোন, আমার আর সঞ্জয়ের দিদি। সকলে মিলেই জমিয়ে হুল্লোড়! অনেক দিন পরে সবাই আগের মতোই বাঁধনছাড়া।’’

Advertisement
 ঋতুপর্ণা মেয়েকে নিয়ে চষে ফেলেছেন হ্যারি পটার ল্যান্ড।

ঋতুপর্ণা মেয়েকে নিয়ে চষে ফেলেছেন হ্যারি পটার ল্যান্ড।

ইতিমধ্যেই ঋতুপর্ণা মেয়েকে নিয়ে চষে ফেলেছেন হ্যারি পটার ল্যান্ড। টইটই করেছেন হ্যারি ল্যান্ডের অলিতে গলিতে। জে কে রাউলিং-এর গল্পের নায়কের মতোই তাঁর মাথায় চোখ ঢাকা রামধনু রং বিশাল টুপি। গলায় উত্তরীয়। সঙ্গে মানানসই শীত পোশাক। নায়িকা এ-ও জানিয়েছেন, আগামী দু’সপ্তাহ তিনি লন্ডনের বাসিন্দা। কিছুটা অবসর বিনোদন। কিছুটা পরিবারের সঙ্গে একান্ত যাপন। ফুসফুস টাটকা অক্সিজেনে ভরে উঠলেই নিজের দেশে ফিরে ‘ইত্তর’ মাখবেন আবার। বাংলায় তিনি কাজ করবেন পাপিয়া অধিকারীর প্রথম ছবি ‘মাদার ইন্ডিয়া’-তে। ছবির কেন্দ্রে এক সুপ্রতিষ্ঠিত নারী। যে নারী যৌনপল্লির মেয়েদের জীবনে আনবে মুক্তির স্বাদ। বড় পর্দায় সেই নারী-ই ঋতুপর্ণা।

Advertisement
আরও পড়ুন