বিশ্বের দরবারে দেশের ঐতিহ্য তুলে ধরতে চান পরিচালক
‘আরআরআর’ এবং ‘বাহুবলী’-র ব্যাপক সাফল্যের পর নতুন চমক দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির। বড় পর্দায় এ বার আসছে ‘মহাভারত’। ভারতীয় মহাকাব্যের ঐতিহ্য বড়পর্দায় তুলে ধরা একটা চ্যালেঞ্জ। যাকে সফল করতে চাইছেন পরিচালক। সেই সুখবর ভাগ করে নিলেন সবার সঙ্গে।
সম্প্রতি বিশ্বব্যাপী ১১১৫ কোটি টাকার বাণিজ্য করেছে রাজামৌলির ছবি 'আরআরআর'। যা বক্স অফিস মাতানো ছবি প্রশান্ত নীলের ‘কেজিএফ ২’-কেও ছাপিয়ে গিয়েছে। রবিবার এক সাক্ষাৎকারে রাজামৌলি তাঁর পরবর্তী উচ্চাভিলাষী প্রকল্পের কথা জানিয়েছেন। তাঁর কথায়, "দেশের গল্প বলতে চাই। দেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। এটি আমার বহু দিনের স্বপ্ন। যদিও এই স্বপ্ন সত্যি হতে সময় লাগবে।"
পরিচালক জানিয়েছেন, আরও ব্যাপক আয়োজন নিয়ে কাজ করতে চান। নতুন কাজের প্রস্তুতি চলছে। এত বড় প্রকল্প রূপায়ণের জন্য সময় চেয়ে নিয়েছেন তিনি।