রণিত হঠাৎ কেন লিখলেন এমন? ছবি: সংগৃহীত।
বলিউড অভিনেতা রণিত রায় এমনিতে নির্ঝঞ্ঝাট মানুষ। বিশেষ সাতেপাঁচে থাকেন না। কিন্তু নিয়মবিরুদ্ধ কিছু দেখলেই তিনি সরব হন। সম্প্রতি এমনই একটি ঘটনা নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা। নির্দিষ্ট সময়ে খাবার পৌঁছে দেওয়ার জন্য জীবনের তোয়াক্কা না করেই ট্রাফিক আইন ভেঙে গাড়ি চালানো কি ঠিক? এক্স-এর পাতায় প্রশ্ন তুললেন রণিত। রাস্তায় অভিনেতার গাড়ির সঙ্গে আর একটু হলেই ধাক্কা লাগত খাদ্য সরবরাহকারী কর্মীর বাইকের। বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেই আশঙ্কা থেকেই বেজায় চটেছেন রণিত।
সমাজমাধ্যমে খাদ্য সরবরাহকারী সংস্থাকে ট্যাগ করে রণিত লেখেন, "আমি তো আপনাদের একজন কর্মীকে প্রায় মেরেই ফেলছিলাম। রাস্তায় সব সময় নির্দেশ মেনেই গাড়ি চালানো উচিত। ছোট গাড়ি চালাচ্ছেন মানে এই নয় যে, রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালাবেন।’’
খাদ্য সরবরাহকারী সংস্থা রণিতকে জবাব দিয়েছে। অভিনেতার উদ্দেশে সংস্থা লিখেছে, ‘‘রণিত, আমরা ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করব। আপনার অভিযোগ আমরা খতিয়ে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।’