Richa Chadha

Richa-Ali: বিয়েটা শেষমেশ হচ্ছে, তবে সকলের মতো তাঁদেরও ভাল দেখাবে কি? সংশয়ে রিচা

অবশেষে বিয়ের কথা নিশ্চিত করলেন রিচা আর আলি। চলতি বছরেই সানাই বাজবে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ১৮:২৭
কবে বিয়ে করছেন রিচা চড্ডা আর আলি ফজল?

কবে বিয়ে করছেন রিচা চড্ডা আর আলি ফজল?

কবে বিয়ে করছেন রিচা চড্ডা আর আলি ফজল? বলিউডে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় এটাই। তবে জল্পনার অবসান শেষমেশ। বিয়ের দিনক্ষণ নিজে মুখেই জানালেন রিচা।

এক সাক্ষাৎকারে ‘মসান’ নায়িকা বললেন,‘‘আমরা এ বছরই বিয়ে করব। বিয়েটা হচ্ছে মোট কথা।’’

Advertisement

তিনি আরও জানান, করোনার জন্যই তাঁর আর আলির বিয়েটা আটকে আছে। চাইলেও করতে পারছেন না। তার পর কাজের চাপ।

অভিনেত্রীর কথায়, ‘‘কাজের সময়সূচি সামলে কবে বিয়ের তারিখ ফেলতে পারব তাই-ই বুঝতে পারছি না। আমরা দুজনেই খুব ব্যস্ত। তবে রোমাঞ্চও লাগছে।’’

তবে বিয়ের আগে যেমন জেল্লায় ভাসেন তারকারা, তেমনটা নাকি হওয়ার জো নেই আলি আর তাঁর ক্ষেত্রে। রিচা জানান, আমাদের মোটেও সুখে তা দেওয়ার ফুরসত নেই। বিয়ের দিন ভাল দেখাতে সেই রূপটানই ভরসা!

২০১২-তে ‘ফুকরে’-এর সেটে প্রথম দেখা। আর প্রথম দেখাতেই প্রেম। প্রায় সাত বছর প্রেমপর্ব চালিয়ে ২০১৯-এ রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলি। ২০২০-তেই বিয়ের কথা ছিল। কিন্তু দুর্ভাগ্য। করোনা পরিস্থিতির জন্য সব কিছুই স্থগিত হয়ে যায়।প্রায় দু’বছর পর আবারও ছন্দে ফিরছে জীবন। তাই আর দেরি নয়। বলিসূত্রে খবর, আগামী সেপ্টেম্বরেই চার হাত এক হবে। দু’ভাগে হবে অনুষ্ঠান। একটি অনুষ্ঠান হবে অবশ্যই মুম্বইয়ে।

Advertisement
আরও পড়ুন