Raveena Tandon

Raveena Tandon: ৯০-এর দশকে লুকিয়ে দুই কন্যাসন্তানকে দত্তক নেওয়া নিয়ে মুখ খুললেন রবিনা

পরবর্তীকালে অনিল ঠাডানিকে বিয়ে করে আও দুই সন্তানের মা হয়েছেন তিনি। কন্যাসন্তান রাসা এবং পুত্রসন্তান রণবীরবর্ধন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৫:২৯
রবিনার চার সন্তান

রবিনার চার সন্তান

১৯৯৫ সালে দুই কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন রবিনা টন্ডন। মাত্র ২১ বছর বয়স ছিল তখন নায়িকার। সেই সময়ে এই ঘটনা খুব বেশি দেখা যেত না। চর্চার ভয়ে সে কথা লুকিয়ে রেখেছিলেন ‘আরণ্যক’-এর নায়িকা। পরবর্তীকালে পূজা এবং ছায়াকে দত্তক নেওয়া নিয়ে মুখ খোলেন রবিনা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সে নিয়ে কথা বলেন তিনি। রবিনার কথায়, ‘‘সেই সময়ে সংবাদমাধ্য়মে খ্যাতনামীদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রবল কুৎসা রটত। সেই ভয়ে সব লুকিয়ে রেখেছিলাম। তাই সিদ্ধান্ত নিই, আমার মেয়েরা দশম শ্রেণী পাশ করার পরে সবাইকে জানাব।’’ তার পরে মেয়েরা তাঁর সঙ্গে শ্যুটিংয়ে গেলে লোকে প্রশ্ন করতেন, ‘‘কার মেয়ে? কারা এরা’’ তখন সবাইকে সত্যি কথা বলেছিলেন রবিনা।

Advertisement

রবিনার ভয় ছিল, দত্তক নেওয়ার কথ জানাজানি হয়ে গেলে লোকে মনে করবেন, রবিনা লুকিয়ে সন্তানের জন্ম দিয়েছেন। তার পরে প্রশ্ন উঠবে, সন্তানদের বাবা কে, কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি, বিয়ে না করেই অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছেন রবিনা, ইত্যাদি। কূটকচালি পছন্দ করতেন না বলি নায়িকা।

সম্প্রতি ছায়ার বিবাহবার্ষিকীতে ছবি দিয়ে দত্তক-কন্যাকে শুভেচ্ছা জানান রবিনা।

পরবর্তীকালে অনিল ঠাডানিকে বিয়ে করে আরও দুই সন্তানের মা হয়েছেন তিনি। কন্যাসন্তান রাসা এবং পুত্রসন্তান রণবীরবর্ধন।

Advertisement
আরও পড়ুন