Rashmika Mandanna

ছবি জুড়ে নারীবিদ্বেষী মন্তব্য, ‘অ্যানিম্যাল’-এ রণবীরকে থাপ্পড় মারতেই কান্না রশ্মিকার!

‘অ্যানিম্যাল’ ছবিকে কেন্দ্র করে হাজার বিতর্ক। এ বার রণবীরকে চড় মারার প্রসঙ্গে মুখ খুললেন রশ্মিকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৯:০৭
‘অ্যানিম্যাল’ ছবির দৃশ্যে রণবীর-রশ্মিকা।

‘অ্যানিম্যাল’ ছবির দৃশ্যে রণবীর-রশ্মিকা। ছবি: সংগৃহীত।

গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। গত বছর মুক্তি পাওয়া বলিউডের সফলতম ছবি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কপূর। এই প্রথম বার তাঁর সঙ্গে জুটি বাঁধেন রশ্মিকা মন্দনা। ছবিতেও নাকি উগ্র পৌরুষ ও নারীবিদ্বেষের উদ্‌যাপন তুলে ধরেছেন বঙ্গা, দাবি সমালোচকদের একটা বড় অংশের। ছবি ও ছবির বিষয়বস্তু নিয়ে বিতর্ক বহাল থাকলেও ‘অ্যানিম্যাল’-এ নিজের কাজের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন রণবীর। ছবিতে গীতাঞ্জলির চরিত্রে দেখা যায় রশ্মিকাকে। ছবিতে তাঁর চরিত্র গীতাঞ্জলির কিছু কাজকর্ম ও কথাবার্তা নিয়ে প্রশ্ন জেগেছিল রশ্মিকার মনে। শেষেমেশ বঙ্গার উপর ছেড়ে দেন সবটা। ছবিতে শুধুই যে রণবীর মেরেছেন তা নয়, পাল্টা ফিরেয়ে দেন রশ্মিকাও। রণবীরকে থাপ্পড় মেরে কী করেন অভিনেত্রী?

Advertisement

ছবিতে করবা চৌথের দৃশ্যের সময় রণবীরের গায়ে হাত তুলেছিলেন রশ্মিকা। একেবারে সটান চড়। অভিনেতার গায়ে হাত তোলার ওই দৃশ্যে অভিনয়ের পর নিজেই কাঁদতে শুরু করেন রশ্মিকা। দৃশ্যেই এতটা স্পর্শকাতর ছিল যে সেই দৃশ্যে ভিতরে ঢুকে যান তিনি। গীতাঞ্জলি চরিত্রটার সঙ্গে একাত্ম হয়ে যান। তাই রণবীরকে চড় মারার পর খানিক ক্ষণ নিজেই কান্নাকাটি করেন। রশ্মিকার কথায়, ‘‘আমি কাঁদতে শুরু করি ওকে মেরে। চিৎকার করি। তার পর রণবীরের কাছে গিয়ে জানতে চাই ও ঠিক আছে তো।’’

গোটা দৃশ্যটা এক বেলায় শেষ করেন রশ্মিকা বলেন, ‘‘দৃশ্যটা শেষ করার পর মনে হয়েছিল, রোজ এমন চরিত্রে অভিনয়ের সুযোগ আসে না। এমন চরিত্র লেখাও হয় না। আমি গর্বিত এমন একটা ছবির অংশ হতে পেরে। আমি নিজের অভিনয় দেখে নিজেই বিশ্বাস করতে পারিনি।’’

আরও পড়ুন
Advertisement