Rashmika Mandanna

জন্মদিন পালনের ইচ্ছে মরে যাচ্ছে রশ্মিকার? ২৯-এ পা দিয়ে কোন উপলব্ধি অভিনেত্রীর?

আগামী ৫ এপ্রিল ২৯-এ পা দেবেন অভিনেত্রী। জন্মদিনের মাস পড়তে না পড়তেই কোন উপলব্ধি হল রশ্মিকার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৫:৫৩
জন্মদিন নিয়ে উপলব্ধি রশ্মিকার।

জন্মদিন নিয়ে উপলব্ধি রশ্মিকার। ছবি: সংগৃহীত।

এখনও ৩০-এ পা দেননি। অল্প সময়ে ফিল্মি কেরিয়ারে একের পর এক সফল ছবির সঙ্গে নাম জুড়েছেন তিনি। বলিউড থেকে দক্ষিণী বিনোদন দুনিয়ায় জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। অল্লু অর্জুন থেকে সলমন খান কিংবা রণবীর কপূর, ইতিমধ্যে প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করা ফেলেছেন অভিনেত্রী। আগামী ৫ এপ্রিল ২৯-এ পা দেবেন অভিনেত্রী। জন্মদিনের মাস পড়তে না পড়তেই কোন উপলব্ধি হল রশ্মিকার?

Advertisement

যদিও বয়স যত বাড়ে জন্মদিন নিয়ে উপলব্ধি পাল্টায়। মানুষ বদলায়। যদিও রশ্মিকার তেমন কিছুই হয়নি। তিনি নিজেকে নিয়ে খুশি। রশ্মিকা লিখেছেন, “এটা আমার জন্মদিনের মাস, আমি খুবই উত্তেজিত। আমি সব সময় শুনেছি যে বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে আগ্রহ হারিয়ে ফেলে মানুষ। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে তত বেশি উতলা হয়ে উঠছি। বিশ্বাসই হচ্ছে না যে আমি ইতিমধ্যেই ২৯-এ পা দিয়েছি। আমি আরও একটা বছর সুস্থ, সুখী এবং নিরাপদে কাটিয়ে দিলাম! উদযাপনের জন্য যথেষ্ট কারণটা!’’ সম্প্রতি ‘সিকন্দর’ ছবিতে সলমন খানের বিপরীতে দেখা গিয়েছে রশ্মিকাকে। যদিও ছবি বক্স অফিসে সে ভাবে প্রভাব ফেলতে পারেনি এ ছবি। মুক্তির কয়েকদিনের মধ্যেই বাতিল হচ্ছে শো।

Advertisement
আরও পড়ুন