Ranbir Kapoor

চোখের মণি মেয়ে রাহা, জন্মের পর তাকে প্রথমেই কী উপহার দিয়েছিলেন রণবীর কপূর?

মেয়ের বয়স সবে চার মাস। তাতেই উপহারের পসরা। তারকা-সন্তান বলে কথা! মেয়ে রাহাকে কী উপহার দিয়েছিলেন বাবা রণবীর কপূর?

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ১৩:৩৯
Ranbir Kapoor reveals what his first gift was to daughter Raha Kapoor

জন্মের পর মেয়েকে কী উপহার দিয়েছিলেন? জানালেন বাবা রণবীর নিজেই। — ফাইল চিত্র।

গত বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধার পর নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। চার মাসের ছোট্ট রাহাকে নিয়ে সুখের সংসার আলিয়া ভট্ট ও রণবীর কপূরের। প্রথম সন্তান বলে কথা, তায় মেয়ে। তাকে চোখে হারান রণবীর। রাহাকে এক মুহূর্তের জন্যেও কাছছাড়া করতে চান না তিনি। সম্প্রতি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির প্রচারে একাধিক বার মেয়ের কথা বলেছেন অভিনেতা। রাহার হাসি দেখে তাকে ছেড়ে বেরোনোর কথা ভাবলেই মন ভেঙে যায় তাঁর, জানান ‘ব্রহ্মাস্ত্র’-এর তারকা। জন্মের পর নয়নের মণি মেয়ের জন্য কী উপহার এনেছিলেন রণবীর? এক সাক্ষাৎকারে সেই উপহারের কথা ফাঁস করলেন অভিনেতা নিজেই।

Advertisement

গত বছর ৬ নভেম্বর জন্ম আলিয়া ও রণবীরের মেয়ের। জন্মের দিন কয়েক পরে মেয়ের নাম ঘোষণা করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন আলিয়া ভট্ট। ওই ছবিতে দেখতে পাওয়া যায় দেওয়ালে টাঙানো রয়েছে বার্সেলোনার একটি ছোট্ট জার্সি। তাতে লেখা রাহার নাম। রণবীর জানান, রাহার জন্মের পর উপহার হিসাবে মেয়েকে নিজের প্রিয় ফুটবল ক্লাবের জার্সি দিয়েছিলেন তিনি। সেই জার্সিতে লেখা মেয়ের নাম, সঙ্গে রণবীরের প্রিয় নম্বর আট। শুধু তা-ই নয়, রাহার খুদে খুদে পায়ের মাপে একটি নামী সংস্থার স্নিকারও উপহার দিয়েছিলেন রণবীর। তাতেও লেখা ছিল রাহার নাম ও আট নম্বরটি। জানান ‘ওয়েক আপ সিড’ তারকা।

আট সংখ্যার প্রতি রণবীরের প্রীতির কথা তাঁর অনুরাগীদের অজানা নয়। মা নীতু সিংহের জন্মদিন ৮ জুলাই। পাশাপাশি, ‘এইট’কে ঘুরিয়ে লিখলে তা ‘ইনফিনিটি’র চিহ্নের মতো দেখতে লাগে, যার অর্থ চিরন্তন। এই সংখ্যা যে রণবীরের ভীষণ প্রিয়, তা বোঝা যায় রণবীরের জার্সি ও মাথার টুপি দেখেই। ফুটবলের ভক্ত রণবীরের বার্সেলোনার জার্সি নম্বর আট। এমনকি, মুম্বইয়ে যে তারকাদের দলে খেলেন তিনি, তার জার্সি নম্বরও আট। আলিয়া ভট্টের সঙ্গে বিয়ের অনুষ্ঠানেও সূক্ষ্ম ভাবে ছিল এই আট নম্বর। আলিয়ার মঙ্গলসূত্র থেকে শুরু করে কালিরে, এমনকি মেহেন্দিতে ছিল আট নম্বরের চিহ্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement