Ram Gopal Varma

মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগ রামগোপালের বিরুদ্ধে! দায়ের হল মামলা

এন চন্দ্রবাবু নায়ডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের ছবি বিকৃত করে সমাজমাধ্যমে পোস্ট পরিচালক রামগোপাল বর্মার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৩:৪০
(বাঁ দিকে) রামগোপাল বর্মা। চন্দ্রবাবু নায়ডু (ডান দিকে)।

(বাঁ দিকে) রামগোপাল বর্মা। চন্দ্রবাবু নায়ডু (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বিতর্ক যেন নিত্যসঙ্গী রামগোপাল বর্মার। কখনও কোনও নায়িকার সঙ্গে অন্তরঙ্গ হয়ে হইচই ফেলে দেন। আবার কখনও তিনি মুখ খুলেছেন বলিউডের বিরুদ্ধে। এ বার ফের বিপাকে রামগোপাল। তবে চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বদের নিয়ে কাটাছেঁড়া নয়, সরাসরি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে টানাটানি! এন চন্দ্রবাবু নায়ডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের ছবি বিকৃত করে সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পরিচালকের নামে প্রকাশম জেলায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

টিডিপি মণ্ডলের সম্পাদক রামলিঙ্গমের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে রামগোপাল বর্মার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাঁর ছেলে নারা লোকেশ, পুত্রবধূ ব্রাহ্মণী এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের সুনাম নষ্ট করার অভিযোগ এনেছেন তিনি। প্রকাশমের পুলিশ সুপার এ আর দামোদর বলেন, ‘‘আমরা রাম গোপাল বর্মার বিরুদ্ধে মাড্ডিপাড়ু থানায় মুখ্যমন্ত্রী, তাঁর পরিবারের সদস্য এবং উপমুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে মামলা দায়ের করেছি।’’ জানা গিয়েছে, তথ্যপ্রযুক্তি আইনের মামলা রুজু করা হয়েছে। তবে এই প্রথম নয়, অতীতেও রামগোপাল বর্মা টিডিপি নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। টিডিপি-র প্রতিষ্ঠাতা প্রয়াত নন্দমুরি তারক রামা রাও (এনটিআর)-কে নিয়ে ছবি তৈরি করেন রামগোপাল, যার প্রেক্ষাপট ছিল তাঁর রাজনৈতিক পতন নিয়ে। রামগোপাল বর্মার সর্বশেষ ছবি, ‘ব্যোহাম’ যা কিনা নির্মিত হয় ২০০৯ সালে কপ্টার দুর্ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে।

আরও পড়ুন
Advertisement